ফোকাস বেঙ্গল ডেস্ক,শক্তিগড়: মজুদ ক্লোরিন, চুন ও জলের ক্যামিকেল রিয়েকশন থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়াল পূর্ব বর্ধমানের শক্তিগড় থানার বড়শুল নতুন বাসস্ট্যান্ড এলাকায়। জানা গেছে এই এলাকায় একটি পিএইচই গোডাউনের বাইরে রাখা প্রচুন পরিমাণ ক্লোরিনের পিপে তে কোনভাবে আগুন লাগে শনিবার দুপুরের দিকে। ধোঁয়ায় ভরে যায় এলাকা। খবর দেওয়া হয় বর্ধমানের দমকল কেন্দ্রে। সেখান থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধ ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান শক্তিগড় থানার পুলিশ বর্ধমান ২ব্লকের বিডিও। পুলিশ জানিয়েছে, একই জায়গায় বিপুল পরিমাণে ৫কেজি ও ১০কেজির ক্লোরিনের পিপে মজুদ করে রাখা ছিল। সঙ্গে চুন ও জল থাকায় সেখানে কোনোভাবে ক্যমিকেল রিয়েকশন থেকে আগুন লাগে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। পি এইচ ই গোডাউনের প্রাচীর আংশিক ক্ষতিগ্রস্থ হলেও পার্শ্ববর্তী এলাকায় আগুন না ছড়ানোয় বড়সড় কোন ক্ষয়ক্ষতি হয়নি।