বর্ধমান স্টেশনে পরিত্যক্ত ব্যাগে খাঁচা সহ উদ্ধার দেশি টিয়া

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: অপারেশন ওয়াইল্ড লাইফ এর অধীনে বর্ধমান রেল স্টেশনের রেল সুরক্ষা বাহিনীর অভিযানে বুধবার সকালে ৮নম্বর প্ল্যাটফর্ম থেকে একটি প্লাস্টিকের ব্যাগে আট টি দেশি টিয়া পাখি উদ্ধার করল পুলিশ। আরপিএফ সূত্রে জানানো হয়েছে পাখির খাঁচা সমেত পাখি উদ্ধার হলেও পাখি পাচারকারী ব্যক্তিকে পাওয়া যায়নি। ব্যাগটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে।

বিজ্ঞাপন

পাখি উদ্ধারের পর রেল পুলিশের পক্ষ থেকে বর্ধমান বন বিভাগ কে খবর দেওয়া হলে বন দপ্তরের কর্মীরা পৌঁছে খাঁচা সমেত পাখি গুলোকে রমনা বাগান ফরেস্টে নিয়ে আসে। বন দপ্তরের উদ্ধারকারী দলের সদস্যরা জানিয়েছেন, পাখিগুলো কে কোথাও পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য বর্ধমান স্টেশনে নিয়ে এসেছিলো কেউ। এর আগেও বহুবার বর্ধমান স্টেশন থেকে পাচারের আগেই শতাধিক পাখি ধরেছে রেল পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে পাচারকারীদের। এদের বেশিরভাগেরই বাড়ি আলুডাঙ্গা, বাজেপ্রতাপপুর এলাকায় বলে রেল পুলিশ সূত্রে জানা গেছে। পাখি গুলোকে ফরেস্টে নিয়ে আসার পর প্রাথমিক চিকিৎসা করে ফের প্রকৃতিতে ছেড়ে দেওয়া হবে বলে বন দপ্তর সূত্রে জানানো হয়েছে। 

আরো পড়ুন