ফোকাস বেঙ্গল ডেস্ক,গলসি: বর্ধমানের দিক থেকে দুর্গাপুরের দিকে যাওয়ার পথে গলসিতে একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা মারলো বিহারগামী যাত্রীবাহী বাস। দুর্ঘটনায় বাসের যাত্রীদের অনেকেই কমবেশি জখম হলেও ট্রাকের চালক মৃত্যু হয়েছে। মৃত চালকের নাম কৌশিক মাহাতো। বাড়ি আউশগ্রাম থানার মৌখিয়া এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা সাতটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। ২ নং জাতীয় সড়ক ধরে বিহারগামী বাসটি দুর্গাপুর অভিমুখে যাচ্ছিল। গলসির চৌমাথা ফ্লাইওভারের উপরে একটি ট্রাক বিকল হয়ে দাঁড়িয়েছিল। ট্রাকের চালক ট্রাকের নিচে ঢুকে মেরামতির কাজ করছিল। সেই সময় দ্রুতগতিতে আসা বাসটি সরাসরি ট্রাকের পিছনে ধাক্কা মারে। আচমকা এই দুর্ঘটনায় বাসের যাত্রীদের মধ্যে অনেকেই কমবেশি আহত হন।
কিন্তু ট্রাকের চালক গুরুতর জখম হন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জখম চালককে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষন জাতীয় সড়কের এই লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘাতক বাস এবং দুর্ঘটনাগ্রস্থ ট্রাক দুটিকেই আটক করা হয়েছে। বাসের যাত্রীদের অন্য বাসে করে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।