ফোকাস বেঙ্গল ডেস্ক, ভাতার: দ্রুত গতিতে বীরভূম থেকে রুগী নিয়ে বর্ধমানের দিকে আসার সময় অ্যাম্বুলেন্স এর ধাক্কায় মৃত্যু হল আম্বুলেন্স থাকা রোগী সহ আরো দু জনের। মৃত রুগীর নাম অনন্ত লেট(৭০)। এছাড়া দুর্ঘটনায় মারা গেছেন এক সাইকেল আরোহী তাপস ঘোষ(২৬) এবং এক বাইক আরোহী আব্দুল রহিম(৩০)। তাপস ঘোষের বাড়ি নতুনগ্রামে।
দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার নতুনগ্রামের কাছে গঙ্গাবাজার এলাকায়।আহত হয়েছেন অ্যাম্বুলেন্স এর যাত্রীরাও। ঘটনার পর বেশকিছুক্ষন যানজটের সৃষ্টি হয়। ভাতার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে পরিস্থিতি স্বাভাবিক করে।
জানা গিয়েছে, বীরভূম থেকে একটি অ্যম্বুলেন্সে এক রোগীকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হচ্ছিল। খুব জোরে অ্যম্বুলেন্সটি যাওয়ার সময় নতুনগ্রাম বাসস্ট্যান্ডের কাছে অ্যম্বুলেন্সটি বিপরীত দিক থেকে আসা একটি বাইকে ধাক্কা মারে। বাইকে চালক সহ দুজন ছিলেন। বাইকে ধাক্কা দেওয়ার পরেই অ্যম্বুলেন্সটি দুজন পথচারীকে ধাক্কা দেয়। এরপর পর অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে নেমে গিয়ে উলটে যায়। স্থানীয়রা ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান। আহতদের উদ্ধর করে বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে আসা হলে চিকিৎসক অনন্ত লেট, তাপস ঘোষ ও আব্দুল রহিম কে মৃত ঘোষণা করেন।