পশ্চিমবঙ্গ

এভারেস্ট, লোৎসের পর বিশ্বের পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাউন্ট মাকালু (৮৪৮১ মিটার) জয় বাংলার পিয়ালীর

FOCUS BENGAL

FOCUS BENGAL

ফোকাস বেঙ্গল ওয়েব ডেস্ক: ফের সাফল্য পিয়ালী বসাকের(Piayali Basak) ঝুলিতে। এবার বিশ্বের পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাউন্ট মাকালু জয় করলেন পিয়ালী। উল্লেখ্য, গত ৯ মার্চ অন্নপূর্ণা ও মাকালু পর্বত শৃঙ্গ জয় করার লক্ষ্যে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন হুগলির চন্দননগরের পর্বত আরোহী পিয়ালি। এর আগে এভারেস্ট ও লোত্‍সে জয়ের শিরোপা তাঁর মাথায় উঠেছিল। ১৭ এপ্রিল সোমবার সকালে পৃথিবীর দশম উচ্চতম (৮০৯১ মিটার) অন্নপূর্ণা পর্বত শৃঙ্গ জয় করেন।

বিজ্ঞাপন

এবার লক্ষ্য ছিল অন্নপূর্ণা আর মাকালু এক সঙ্গে জয়। কিন্তু বাবা তপন বসাকের অসুস্থতার খবরে গত ২৪ এপ্রিল বাড়ি ফিরে আসেন পিয়ালি। ২৭ এপ্রিল মাকালু অভিযানে বের হন। মে মাসের প্রথম সপ্তাহে মাকালু বেস ক্যাম্পের উদ্দেশ্য রওনা দেন। বুধবার সকালে সামিট করেন।

উল্লেখ্য ২০১৮ সালে পৃথিবীর অষ্টম উচ্চতম শৃঙ্গ মানাসুলু জয় করেছিলেন পিয়ালি। তারপর ২০২১ সালে সপ্তম উচ্চতম শৃঙ্গ ধৌলাগিরি জয়। ২০২২ সালে পৃথিবীর সর্বোচ্চ শিখর এভারেস্টে ওঠেন পিয়ালি। তার দুদিন পরেই পৃথিবীর চতুর্থ উচ্চতম শৃঙ্গ লোত্‍সে জয় করেন তিনি। এনিয়ে ছটি আট হাজারি পর্বত শৃঙ্গ জয় করলেন পিয়ালি। নেপালের এজেন্সি পাইওনিয়ার অ্যাডভেঞ্চার জানিয়েছে, আজ সকাল ৭টা থেকে ৮টা নাগাদ, মাউন্ট মাকালু যা বিশ্বের পঞ্চম উচ্চতম শৃঙ্গ, সেটি জয় করেন পিয়ালি বসাক। পিয়ালীর এই অভূতপূর্ব সাফল্যে খুশির হাওয়া রাজ্য জুড়ে। 

Advertisement