---Advertisement---

আসামী নিয়ে আদালতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পুলিশের গাড়ি, আহত এক পুলিশকর্মী সহ পথচারী

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,ভাতার: কাটোয়া থেকে বর্ধমান আদালতে আসামি নিয়ে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল পুলিশের গাড়ি। দুর্ঘটনায় পথ চলতি এক ব্যক্তি সহ এক পুলিশকর্মী জখম হয়েছেন। পুলিশ জানিয়েছে, জখম পুলিশ কর্মীর নাম দেবব্রত ঘোষ। পথ চলতি ওই ব্যক্তির নাম মুক্তি ধারা, তার বাড়ি ভাতারের বলগোনাতে। আহত দুজনকেই প্রথমে ভাতার ব্লক হসপিটাল পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

জানা গেছে, বুধবার সকালে কাটোয়া থেকে একটি পুলিশের গাড়ি আসামি নিয়ে আসছিল বর্ধমান আদালতে। সেইসময় ভাতারের বলগোনা এলাকায় এক পথচলতি মানুষ আচমকা পুলিশের গাড়ির সামনে রাস্তায় চলে আসেন। ওই ব্যক্তিকে বাঁচাতে গিয়ে পুলিশের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় নয়ানজুলিতে। ঘটনায় আহত হয় এক পুলিশকর্মী সহ ওই পথচলতি ব্যক্তি। দুর্ঘটনার পরই এলাকায় বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। পরে ভাতার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে। পুলিশ গাড়িটিকে উদ্ধার করে থানায় আসে।

See also  ইয়ার্ড থেকে প্ল্যাটফর্মে আসার সময় বর্ধমান হাওড়া মেন লাইন লোকাল লাইনচ্যুত
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---