গোরু পাচার রুখে আটক ৭৮ টি গোরু নিয়ে বিপাকে পুলিশ!

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারি: গোরু পাচার কাণ্ডে যখন রাজ্য রাজনীতি তোলপাড় সেইসময় পূর্ব বর্ধমানের মেমারি থানার পুলিস বিহার থেকে হুগলির দিকে নিয়ে যাওয়ার পথে তিনটি ট্রাক সহ ৭৮ টি গোরু আটক কে বৃহস্পতিবার। গোরু পাচারের সঙ্গে যুক্ত তিনজন ট্রাক চালক কেও গ্রেপ্তারও করা হয়। এদিকে ৭৮ টি গোরু কে কোথায় রাখা হবে, কিভাবে দেখাশুনা করা হবে, তাদের চিকিৎসা ও খাওয়াদাওয়ার বন্দোবস্ত কিভাবে হবে সেই নিয়ে ঘোর বিপাকে পড়েছে মেমারি থানার পুলিস।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘপথ গাড়িতে আসার ফলে এবং গোরু গুলো যাতে গাড়ির উপর ছটফট না করে তার জন্য ইনজেকশন দিয়ে রাখায় তাদের মধ্যে কয়েকটি বৃহস্পতিবার রাত থেকেই গোরু অসুস্থ হয়ে পড়েছে। যদিও চিকিৎসক ডেকে সেইসব গরুগুলোর ইতিমধ্যেই চিকিৎসার বন্দোবস্ত করেছেন মেমারি থানার দায়িত্বপ্রাপ্ত ওসি সুদীপ্ত মুখোপাধ্যায়। ওষুধের পাশাপাশি জল, খড়, খোল,ভুসি দেওয়ার পর চিকিৎসক জানিয়েছেন গরুগুলো এখন বিপদমুক্ত। এমনকি এরই মধ্যে গরুগুলোর খাওয়ার জন্য ১০হাজার টাকার খড় কেনা হয়েছে থানার পক্ষ থেকে। খোদ ওসি নিজে গোরু গুলোর উপর নজরদারি চালাচ্ছেন।

শুক্রবার পুলিশের পক্ষ থেকে বর্ধমান আদালতে আবেদনও জানানো হয় যাতে গরু গুলো ভালভাবে থাকে এবং দেখভাল করার অভিজ্ঞতা রয়েছে এমন কোন ব্যক্তির কাছে গরু গুলিকে রাখার জন্য। স্থানীয়ভাবে এমন কয়েকজনের নামও আদালতে জানিয়েছে পুলিশ বলে জানা গেছে। প্রাথমিক ভাবে পুলিস জানতে পেরেছে গরুগুলোর মধ্যে কয়েকটি গোরু দুধ দিচ্ছে। ফলে আপাতত সেই দুধ সংগ্রহ করে বিক্রির ব্যবস্থা করা হবে। এবং সেই টাকায় গরুগুলোর খাবার কেনা যেতে পারে বলে পুলিস জানিয়েছে।

মহকুমা পুলিশ আধিকারিক সুপ্রভাত চক্রবর্তী বলেন, ” গরুগুলো আটক করার পর কয়েকটি গোরু অসুস্থ অবস্থায় ছিল। চিকিৎসক ডেকে সেগুলোর চিকিৎসা করানো হয়েছে। এখন সুস্থ আছে। আদালতের নির্দেশ পেলেই গরুগুলোকে কোনো ব্যক্তির হেফাজতে দেখাশুনা করার জন্য দিয়ে দেওয়া হবে। পরবর্তী সময়ে যদি কোনো ব্যক্তি তার গোরু ফেরতের দাবি নিয়ে আসে সেক্ষেত্রে উপযুক্ত প্রমাণপত্র দেখে সিদ্ধান্ত নেওয়া হবে ফেরত দেওয়ার।” সবমিলিয়ে গোরু পাচার রুখে এখন একসঙ্গে ৭৮টি গোরু নিয়ে কার্যত একপ্রকার ফাঁপরেই পড়েছে পুলিশ বলে মনে করছেন অনেকে।

আরো পড়ুন