---Advertisement---

পূর্ব বর্ধমানে ওভারলোড বালির গাড়ির বিরুদ্ধে পুলিশি অভিযান, আটক বহু বালির গাড়ি

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: জাতীয় সড়কে অতিরিক্ত বালি বোঝাই গাড়ির বিরুদ্ধে একই দিনে অভিযান চালালো পূর্ব বর্ধমানের জামালপুর, শক্তিগড়, মেমারি থানার পুলিশ। মূলত পুলিশ ওভারলোড গাড়ির বিরুদ্ধে অভিযান চালালেও পরবর্তীতে আটক সমস্ত গাড়িগুলোকে পরিবহন দপ্তর এর মোটর ভেহিকেল ইন্সপেক্টরের (MVI) হেফাজতে দিয়ে দেওয়া হয়।

বিজ্ঞাপন

জেলা পরিবহন আধিকারিক অনুপম চক্রবর্তী জানিয়েছেন, সারাবছরই অতিরিক্ত বালির গাড়ির বিরুদ্ধে পুলিশ, ভূমি রাজস্ব দপ্তর এবং এমভিআই অভিযান চালিয়ে থাকে। গত দুদিন ধরে জেলার বিভিন্ন থানার পক্ষ থেকে জাতীয় সড়কের ওপর বালির গাড়ির বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। আগামীদিনেও এই ধরনের অভিযান জারি থাকবে।’ এদিকে বুধবার রাতে গলসি থানার পুলিশ, ভূমি রাজস্ব দপ্তর ও এমভিআই যৌথ অভিযান চালালো গলসির গোহগ্রাম, শিকারপুর সহ শিল্যা এলাকায়। অভিযানে গলসি-গোহগ্রাম রাস্তায় অতিরিক্ত বালি বোঝাই চারটি বালির গাড়ি আটক করেছে পুলিশ। গাড়ি গুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য এমভিআই কে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

প্রসঙ্গত সম্প্রতি গলসি ও খন্ডঘোষ থানার পুলিশ বেশ কয়েকটি ওভারলোড বালির গাড়ি আটক করে। খন্ডঘোষ থানা গ্রেপ্তার করে দুজন চালককে। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ভোর রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত জামালপুর থানার পুলিশ ১৬টি বালির গাড়ি আটক করেছে। শক্তিগড় থানার পুলিশ তিনটি ও মেমারি থানা চারটি ওভারলোড বালির গাড়ি আটক করেছে। গাড়ি গুলোর বিরুদ্ধে রাজ্য মাইনস এন্ড মিরারেল আইনের আওতায় নির্দিষ্ট জরিমানা করার জন্য এমভিআই কে জানানো হয়েছে।

See also  বর্ধমানে মদের হোম ডেলিভারী নিয়ে এবার বিভ্রান্তি তুঙ্গে
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---