বর্ধমান শহরে নিষিদ্ধ বাজি মজুদের বিরুদ্ধে পুলিশি অভিযান, আটক এক ব্যবসায়ী, বাজেয়াপ্ত বিপুল নিষিদ্ধ বাজি

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: রাজ্যের বিভিন্ন জায়গায় বাজি কারখানায় বিস্ফোরণ কাণ্ডের জের এবার শহর বর্ধমানে। মঙ্গলবার দুপুরে শহরের তেঁতুলতলা বাজার এলাকায় আচমকা নিষিদ্ধ বাজির বিরুদ্ধে অভিযান চালালো পূর্ব বর্ধমান জেলা পুলিশ। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিনহা রায়ের নেতৃত্বে এই অভিযানে ছিলেন ডিএসপি ট্রাফিক ২ রাকেশ চৌধুরী, বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী সহ বিশাল পুলিশ বাহিনী।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, এদিন অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করা হয়েছে। নিষিদ্ধ বাজি মজুদ রাখার অপরাধে এক বাজি ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, বাজেয়াপ্ত করা বাজির বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা। অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিনহা রায় জানিয়েছেন, নিষিদ্ধ বাজি মজুদের বিরুদ্ধে জেলা জুড়ে অভিযান চালানো হচ্ছে। এদিন বর্ধমান শহরে অভিযান করা হয়। আটক করা হয়েছে এক ব্যবসায়ীকে। বাজেয়াপ্ত বাজির সপক্ষে কোনো বৈধ কাগজ পুলিশ কে দেখাতে পারেনি ওই ব্যবসায়ী। আগামী দিনেও এই ধরনের অভিযান বহাল থাকবে।

আরো পড়ুন