ক্রাইম

খন্ডঘোষে অবৈধ বালির গাড়ি ধরতে পুলিশের অভিযান, গ্রেপ্তার ছ জন চালক, আটক একাধিক গাড়ি

ফোকাস বেঙ্গল ডেস্ক, খন্ডঘোষ: নিষেধ অমান্য করে নদী থেকে বালি তোলা চলছে অবাধে। বারবার পুলিশি অভিযানে নেমে গাড়ি সমেত আটকও করা হচ্ছে বেআইনি কারবারিদের। কিন্তু তাতেও হুশ ফিরছে না বালি লুটেরাদের। রবিবার ভোরে বর্ধমানের গৈতানপুর  চরমানা থেকে ট্রাক্টারে তোলা হচ্ছিল নদী থেকে বালি। পুলিশের কাছে এই খবর পৌঁছাতেই ঘটনাস্থলে অভিযান চালিয়ে বালি বোঝাই ট্রাক্টর এবং চালকসহ পাঁচজনকে আটক করে খন্ডঘোষ থানার পুলিশ। ধৃতদের রবিবার বর্ধমান আদালতে তোলা হয়।

এছাড়াও খন্ডঘোষের নারীচা ঘাট থেকে বালি লোড করে একটি ট্রাক বর্ধমানের দিকে আসার সময় সালুন মোড়ের কাছে পুলিশ নাকা চেকিংয়ে গাড়িসহ ড্রাইভারকে ধরে থানায় নিয়ে আসে। তাকেও এদিন বর্ধমান আদালতে পেশ করা হয়।