---Advertisement---

পরিত্যক্ত বাড়িতে অভিযান পুলিশের, উদ্ধার ৩৯ টি গ্যাস সিলিন্ডার, গ্রেপ্তার দুই

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক, রায়না: বেআইনিভাবে গ্যাস সিলিন্ডার মজুদ করে ব্যবসা চালাচ্ছিল কিছু ব্যক্তি। গোপন সূত্রে খবরের ভিত্তিতে রায়না থানার পুলিশ ও ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এর যৌথ অভিযানে সেই বেআইনি কারবারের পর্দা ফাঁস হয়ে গেলো। ঘটনাস্থল থেকে পুলিশ গ্রেপ্তার করেছে দুই ব্যক্তিকে। যারা এই কারবারের সঙ্গে যুক্ত বলে অভিযোগ। ধৃতদের নাম আনিশ কুমার মণ্ডল (৪৪) ও প্রশান্ত মালিক (৩২)। পূর্ব বর্ধমান জেলার রায়না থানার অন্তর্গত শ্রীধর বাজার এলাকায় একটি পরিত্যক্ত রাইস মিলের একটি গোডাউন ঘরে এই বেআইনি গ্যাস ব্যবসার কারবার চালাচ্ছিল ধৃতরা বলে পুলিশ জানিয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, ডিইবি অফিসার দেবাশীষ নাগের নেতৃত্বে এই অভিযানে ৩৯টি বেআইনি গ্যাসের সিলিন্ডার গোডাউন থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ডিইবি-র দলটি আজ দুপুরে ওই রাইস মিলে অভিযান চালায়। দীর্ঘদিন ধরে এই এলাকায় এই দুই ব্যক্তি বেআইনিভাবে গ্যাসের কারবার চালাচ্ছিল বলে পুলিশের গোয়েন্দা বিভাগের কাছে খবর ছিল। ধৃত ব্যাক্তিদের আজ শুক্রবার বর্ধমান আদালতে পেশ করে রায়না থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি এই ধরনের অভিযান বিগত দিনেও হয়েছে এবং আগামী দিনেও চলবে বলে পুলিশ জানিয়েছে। 

See also  রোগী নিয়ে আসার পথে বর্ধমানে পঞ্চায়েতের টোটো চালককে মারধরের অভিযোগ, পাল্টা শহরের টোটো আটকে বিক্ষোভ পঞ্চায়েতে
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---