---Advertisement---

চাঁদের মাটিতে অশোক স্তম্ভের ছাপ, পথচলা শুরু করল প্রজ্ঞান

Souris Dey

Published

তন্ময় চট্টোপাধ্যায়,বর্ধমান: ২৩ আগস্ট, ২০২৩ ভারতীয় সময় সন্ধ্যা ৬টা ০৪ মিনিট নাগাদ চাঁদের মাটি চুম্বন করেছে বিক্রম। এরপর ভারতবাসী অপেক্ষা করতে থাকে বিক্রমের ভিতরে থাকা রোভার প্রজ্ঞানের চাঁদের মাটিতে নেমে আসার অপেক্ষায়। অবতরণের প্রায় সাড়ে তিন ঘণ্টা পরে সফল ভাবে প্রজ্ঞানকে চাঁদের বুকে নামিয়ে এনেছেন ইসরোর বিজ্ঞানীরা।

বিজ্ঞাপন

বিক্রমের সফ্ট ল্যান্ডিং-এর পর চারিদিকে যে পরিমাণ ধুলো উত্থিত হয়েছে তা থিতিয়ে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ সাড়ে তিন ঘণ্টা। চাঁদের অভিকর্ষজ বল কম হওয়ার জন্য ধুলো থিতিয়ে পড়তে সময় লাগে বেশি। এই ধুলো ক্যামেরা সহ অন্যান্য যন্ত্রপাতিকে যাতে ক্ষতিগ্রস্ত না করতে পারে তাই এই সাবধানতা। ইতিমধ্যে বিক্রম ও রোভার পৃথিবী থেকে পাঠানো কম্যান্ড ঠিকঠাক নিতে পারছে কিনা তার পরীক্ষা চলে। সমস্ত পরীক্ষার পর ধীরে ধীরে প্রজ্ঞানকে অবতরণ করানো হয়।

প্রজ্ঞান আগামী ১৪ দিন ধরে চাঁদের বুকে নানান পরীক্ষা নিরীক্ষা চালাবে সূর্যালোক থেকে আহৃত শক্তির সাহায্যে। দুই সপ্তাহ পরে চাঁদের অন্ধকার অংশে প্রবেশ করলে তার কার্যক্ষমতা লোপ পাবে। চাঁদের মাটির রাসায়নিক বিশ্লেষণ, আবহাওয়া সংক্রান্ত তথ্যানুসন্ধান, চাঁদের কম্পন সংক্রান্ত তথ্য সংগ্রহ সহ নানান কাজ আগামী ১৪ দিনের মধ্যেই সমাপ্ত করতে হবে। প্রজ্ঞানের পাঠানো তথ্যের দিকে নজর থাকবে সারা বিশ্বের। এগিয়ে চলুক প্রজ্ঞান। উল্লেখ্য, তার চরণ চিহ্নে থাকবে ভারতের অশোক স্তম্ভের ছাপ ও ইসরোর প্রতীক চিহ্ন।

See also  ভাই ফোঁটা কেন কড়ে আঙুল দিয়েই দেওয়া হয়, কেনই বা দ‌ই চন্দন ব্যবহার করা হয় ফোঁটা দিতে? জানুন
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---