২৫বছর ধরে দেশের মিশ্র সংস্কৃতির ধারা বহন করে আসছে প্রতিভা কালচারাল সেন্টার

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্ধমানের সাংস্কৃতিক সংস্থা প্রতিভা কালচারাল সেন্টারের ২৫ তম বর্ষ উপলক্ষ্যে ১৭ থেকে ২১ আগস্ট মূর্ছনা শীর্ষক পাঁচদিন ব্যাপী এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানের পাশাপাশি ২১ আগস্ট বর্ধমান পান্থশালায় এক আলোচনা সভার আয়োজনও করা হয়। আলোচ্য বিষয় ছিল ‘রোল অফ গভর্মেন্ট ইন নার্চারিং ইন্ডিয়ান ট্রাডিশনাল কালচার।’

বিজ্ঞাপন

মূখ্য আলোচক ছিলেন ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের সিসিআরটি-র ডেপুটি ডিরেক্টর ডঃ রাহুল কুমার। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতিভা-র কর্ণধার পিয়ালী ঘোষ। রাহুল কুমার বলেন, ভারত এমনই একটি দেশ যেখানে বিভিন্ন প্রদেশে আলাদা আলাদা সংস্কৃতি রয়েছে। এই সম্মিলীত রূপের মিশ্র সংস্কৃতির যে ধারা যুগ যুগ ধরে এদেশে প্রবহমান তাকে বহন করা ও পরিপুষ্ট করার কাজটাই করে থাকে সিসিআরটি।

প্রশিক্ষণের মাধ্যমে ও গবেষণা মূলক চর্চায় আগ্রহীদের পাশে থেকে সিসিআরটি কেন্দ্রীয় সরকারের দেশের সংস্কৃতির ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে ভাবনা তাকে কার্যকর করে চলেছে। প্রতিভা কালচারাল সেন্টার এই দিক দিয়ে সদর্থক ভূমিকা পালন করে চলেছে। এদিনের আলোচনায় প্রশ্নোত্তর পর্বে অংশ নেন প্রতিভার প্রশিক্ষার্থীরা। ড: রাহুল কুমার কে প্রতিভার পক্ষ থেকে সম্বর্ধিত করেন সংস্থার সম্পাদিকা বর্ণালী ঘোষ।

আরো পড়ুন