ব্যবসা

বর্ধমানে শুরু হল প্রাক পুজো তাঁতবস্ত্র মেলা

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প ও বস্ত্র দফতরের উদ্যোগে প্রাক পুজো তাঁতবস্ত্র মেলা শুরু হল বর্ধমানে। সংস্কৃত লোকমঞ্চের সামনে সিধু-কানহু পার্কে রবিবার এই মেলার উদ্বোধন করেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান পূর্ব কেন্দ্রের সাংসদ সুনীল মণ্ডল, সহকারী সভাধিপতি গার্গী নাহা সহ সংশ্লিষ্ট দফতরের আধিকারিক ও জেলা পরিষদের একাধিক কর্মাধ্যক্ষ।

সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার বলেন,’ বাম আমলে তাঁত শিল্প ধ্বংসের পথে চলে গিয়েছিল। ২০১১সালে তৃণমূল সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বাংলার তাঁত শিল্পকে উজ্জীবিত করার উদ্যোগ গ্রহণ করেন। তাঁতশিল্পীদের তৈরি তাঁতবস্ত্র সরাসরি ক্রেতাদের কাছে বিক্রির সুযোগ করে দিতে তাঁতবস্ত্র মেলা শুরু করেন। বিগত বছর গুলোর পরিসংখ্যান দেখলেই বোঝা যায় এই মেলার মাধ্যমে রাজ্যের তাঁত শিল্পীরা কতটা আর্থিক ভাবে উপকৃত হয়েছেন। পাশাপাশি তাঁত শিল্পীদের জন্য বিভিন্ন প্রকল্প চালু করার ফলেও তারা উপকৃত হচ্ছেন।

ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প ও বস্ত্র দফতর সূত্রে জানা গিয়েছে, ২০১১ সালে ৫০টি স্টল হয়েছিল বর্ধমানের প্রাক পুজো তাঁতবস্ত্র মেলায়। সেবছর মোট বিক্রির পরিমাণ ছিল ৫৮ লক্ষ ৭২ হাজার টাকা। ২০১৫ সালে বিক্রির পরিমাণ এক কোটি টাকা ছাপিয়ে যায়। ২০১৯ সালে এই মেলায় মোট বিক্রির পরিমাণ ছিল ১ কোটি ৬৫ লক্ষ ১৫ হাজার ৭৫০ টাকা। মাঝে করোনার কারণে দু বছর মেলা করা যায়নি। গত বছরও মেলায় বিক্রির পরিমাণ দুই কোটির কাছাকাছি পৌঁছে গিয়েছিল। সুতরাং তাঁত শিল্পী ও হস্তশিল্পীরা পুজোর মুখে যে ভাল রোজগারের সুযোগ পাচ্ছেন তা গত কয়েকবছরে বিক্রির হিসাবেই স্পষ্ট।