বর্ধমানে শুরু হল প্রাথমিক বিদ্যালয় স্তরের নাটক প্রতিযোগিতা

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: মিলিত প্রয়াসের পরিচালনায় আন্ত: প্রাথমিক বিদ্যালয় স্তরীয় নাটক প্রতিযোগিতা শুরু হল শুক্রবার। পরিবেশ সচেতনতা বিষয়ক এই নাটক প্রতিযোগিতায় অংশ নেয় শহরের ১০ টি প্রাথমিক বিদ্যালয়। বর্ধমানের রবীন্দ্রভবনে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন মহিলা থানার আইসি বনানী রায়, নাট্য ব্যক্তিত্ব ললিত কোনার, আরতি ঘোষ।

বিজ্ঞাপন

উপস্থিত ছিলেন জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মন্ডল সহ অন্যান্যরা। বিচারক হিসেবে ছিলেন নীলেন্দু সেনগুপ্ত, ধ্রুবজ্যোতি কেশ। উদ্যোক্তাদের পক্ষ থেকে প্রতনু রক্ষিত জানান, স্কুল স্তর থেকে পরিবেশ রক্ষার বার্তা এবং নাট্যচর্চায় উৎসাহ প্রদানের জন্যই এই উদ্যোগ। উৎসবের সহযোগিতায় ছিল সুইচ অন ফাউন্ডেশন। দীর্ঘদিন পর প্রাথমিক স্কুল স্তরে নাট্য প্রতিযোগিতার আয়োজন করায় উদ্যোক্তাদের প্রশংসা করেন নাট্যমোদী মানুষজন।

আরো পড়ুন