---Advertisement---

খন্ডঘোষে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ রেসিং বাইকের, সংঘর্ষে আগুন লেগে ভস্মীভূত লরি ও বাইক, অল্পের জন্য রক্ষা বাইক চালকের

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,খন্ডঘোষ: দুটি বাইক  রেষারেষি করে যাবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইক সজোরে ধাক্কা মেরে ঢুকে গেল লরির চাকার তলায়। বাইক আরোহী ছিটকে রাস্তায় পড়ে যাওয়ায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও লরির চাকার তলায় বাইকটি আটকে গিয়ে সংঘর্ষে আগুন লেগে যায় লরিটিতে। কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোটা লরিতে। পুড়ে ছাই হয়ে যায় রেসিং বাইক টিও। দুর্ঘটনার পরই লরির চালক ও খালাসী পালিয়ে যায়। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার খন্ডঘোষ থানার কেশবপুর বাজার এলাকায় বাঁকুড়া বর্ধমান রোডে।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা শেখ মিরাজুল ইসলাম জানিয়েছেন, এদিন বিকেল ৪টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। বাঁকুড়ার দিক থেকে দ্রুত গতিতে দুটি মোটর সাইকেল রেষারেষি করে খন্ডঘোষের বাঁকুড়া মোড়ের দিকে আসছিল। সেই সময় একটি রেসিং বাইক নিয়ন্ত্রণ হারিয়ে বর্ধমানের দিক থেকে বাঁকুড়ামুখী একটি লরির সামনে সজোরে ধাক্কা মারে। রাস্তায় ছিটকে পড়ে বাইক চালক। বাইক চালকের শরীরে রেসিং বাইক চালানোর জন্য বিভিন্ন উপকরণ লাগানো ছিল। ফলে বড়সড় কোন বিপদ না হলেও তাকে উদ্ধার করে বর্ধমান মেডিকেলে পাঠানো হয়।

আরেকটি বাইকে থাকা আরোহীরা বিপদ বুঝে বাইকটি নিয়ে পালিয়ে যায়। লরির চাকার নিচে রেসিং বাইকটি আটকে যাওয়ায় সংঘর্ষে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় লরিটিতে। দমকলের ইঞ্জিন এসে প্রায় ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নেভায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পুলিশ সূত্রে জানা গেছে দুর্ঘটনাগ্রস্থ বাইকটি যে চালাচ্ছিল তার নাম সজল মন্ডল। বাঁকুড়ার সোনামুখী থানার বাজিরডাঙ্গা এলাকায় বাড়ি।

See also  ১৯নম্বর জাতীয় সড়কে ডাম্পারের পিছনে পরপর গাড়ির ধাক্কা, জখম ১০
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---