ক্রাইম

রায়নায় বালির গাড়ির বিরুদ্ধে অভিযান, ৩৬টি বালির গাড়ি থেকে প্রায় ১০লক্ষ টাকা জরিমানা আদায়

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর ও রায়না পুলিশের যৌথ অভিযানে বুধবার রাতে ৩৬ টি বালির লরি কে জরিমান করা হল। প্রতিটি গাড়িকে গড়ে ৩০হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে রায়না ১ ভূমি রাজস্ব দপ্তর সূত্রে জানানো হয়েছে। মূলত বালির গাড়িগুলোর চালান ছিল এক জায়গার, কিন্তু বালি বোঝাই করে যে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল সেটা অবৈধ বলেই অভিযানে ধরা পড়েছে। আর এরপরই ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকের উপস্থিতিতে প্রতিটি গারিকেই জরিমানা করা হয়। ফলে ৩৬ টি গাড়ি থেকে ভূমি রাজস্ব দপ্তর প্রায় ১০লক্ষ টাকা জরিমানা আদায় করেছে।

পূর্ব বর্ধমান জেলা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক ইউনিস রিশিন ইসমাইল জানিয়েছেন, ‘আমরা প্রতিদিনই জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালাই। ওভারলোড কিংবা বিনা চালানে বালি পরিবহন করার অপরাধে প্রায় প্রতিদিন গড়ে ১০টি বালির গাড়িকে ধরা হয়। গড়ে ৩ থেকে ৫লক্ষ টাকা জরিমানা বাবদ রাজস্ব আদায় হয় এই সমস্ত গাড়িগুলো থেকে। গতকাল অভিযানে কিছু বেশি গাড়িকে অবৈধভাবে বলি নিয়ে যাওয়ার অপরাধে ধরা হয়েছে। এক জায়গার চালান ব্যবহার করে অন্য জায়গা থেকে বালি নিয়ে কিছু বালির খাদনের মালিক ব্যবসা চালিয়ে আসছিল বলে দপ্তরের কাছে খবর ছিল।

সেই সূত্র ধরে গতকাল রায়না থানার বাঁকুড়া মোড় এলাকায় অভিযান চালায় রায়না ১ভূমি রাজস্ব দপ্তর ও পুলিশ। অভিযানের সময় দেখা যায়, গাড়িগুলোর চালান যে সমস্ত জায়গার সেখান থেকে বালি না তুলে গাড়ি গুলো অন্য জায়গা থেকে বালি তুলে নিয়ে আসছিল। এমনকি চালানের যে রুট থাকে সেটাও এক্ষেত্রে লঙ্ঘন করা হয়েছিল। আমরা প্রতিটি গাড়িকেই জরিমানা করেছি। ডব্লিউ বি এম ডি টি সি এল (West Bengal Mineral Development And Trading Corporation Limited )  এর পোর্টালে এই সংক্রান্ত তথ্য আপলোড করে দেওয়া হয়েছে। জরিমানার টাকা মেটানোর পরই আবার এই গাড়িগুলো চালান নিয়ে বালি পরিবহন করতে পারবে। এই অভিযান লাগাতার চলবে।’