ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারি: শুক্রবার বিকালে হাওড়া ডিভিশনের মেইন লাইন শাখার মেমারি রেল গেট পরিদর্শন করতে এলেন রেল আধিকারিক এডি আর এম সৌরাশিষ মুখার্জী। রেল সূত্রে জানা গেছে হাওড়া-বর্ধমান মেইন লাইন শাখায় যে সমস্ত লেভেল ক্রসিংগুলো আছে সেগুলির বিভিন্ন অসুবিধার কথা জানতে পেরে রেল আধিকারিক এই পরিদর্শনে আসেন। মেমারির ১৩২ ও ১৩৩ নং রেলগেট পরিরদর্শন করার পর আধিকারিক জানান, ‘শহরের মধ্যে ১৩২ নং রেলগেটের রাাস্তা সংকীর্ণ হওয়ায় গেট পড়ে থাকলে মানুষ দুর্ভোগের শিকার হন, তাই রেলগেটটির পরিসর বাড়ানোর কথা ভাবা হচ্ছে। তারজন্য প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুত গ্রহণ করা হবে।’
প্রসঙ্গত মেমারিবাসীর দীর্ঘদিনের দাবী ফ্লাইওভার আজও হয়ে ওঠেনি। এদিন রেল আধিকারিক অবশ্য সেব্যপারে কোন জবাব বা আশ্বাস দিতে পারেননি। উল্লেখ্য সাম্প্রতিক সময় লোকাল ও মেল এবং পণ্যবাহী ট্রেনের সংখ্যা বেড়ে যাওয়ায় লেভেলক্রসিং-এ দীর্ঘক্ষণ গেট পড়ে থাকার ফলে শহরবাসীরা প্রায় প্রতিদিন চরম অসুবিধার সম্মুখীন হয়। মেমারি শহরের মধ্যে এই রেলগেট দিয়ে হাসপাতাল যাওয়ার একমাত্র রাস্ত। তাই দীর্ঘক্ষণ গেট পড়ে থাকলে ইমারজেন্সী রুগীদেরও চরম অসুবিধার মধ্যে পড়তে হয়। ছোট খাটো দুর্ঘটনা তো প্রায়ই ঘটে। এরই মধ্যে রেল আধিকারিক পরিদর্শনে আসার পরেও এই এলাকায় রেলওয়ে ওভারব্রীজ নিয়ে নতুন কোন আশার বাণী না শোনানোয় মেমারি শহরে নেমে এসেছে হতাশা।