নির্দলদের দলীয় প্রতীক! মনোনয়ন জমা দিয়েও প্রত্যাহারের হুমকি রায়না ২ ব্লক তৃণমূল নেতৃত্বের

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,রায়না: দলের ঘোষিত প্রার্থী তালিকা অনুযায়ী ইতিমধ্যেই রায়না ২ব্লকের পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের আসনে ১৪৪জন প্রার্থী মনোনয়ন পত্র জমা করেছেন। কিন্তু ব্লকের সমস্ত স্তরের নেতৃত্বের অভিযোগ, গতকাল হটাৎ দলের জেলা নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয় এদের মধ্যে ৬৮জনকে দলের প্রতীক দেওয়া হবে না। পরিবর্তে যারা নির্দল হিসেবে মনোনয়ন জমা করেছিল তাদের মধ্যে থেকে দলের প্রতীক দেওয়া হবে। বাকিদের মনোনয়ন প্রত্যাহার করে নিতে হবে। আর এই নির্দেশ আসার পরই বেনজির ক্ষোভ ছড়িয়ে পড়ে ব্লক তৃণমূলের অন্দরে।

বিজ্ঞাপন

রায়না ২ ব্লকের সভাপতি সহ সাতটা অঞ্চলের ব্লক সভাপতি ও সহ-সভাপতিরা দলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। ব্লক নেতৃত্বের অভিযোগ, ঘোষিত দলীয় প্রার্থীদের বঞ্চিত করে ‘গোঁজ’ প্রার্থীদের তৃণমূলের সিম্বল দেওয়া হচ্ছে। আর সোমবার এমনই অভিযোগ তুলে তুমুল বিক্ষোভ শুরু হয়েছে পূর্ব বর্ধমানের রায়না-২ ব্লক এলাকার মোমরেজপুর এলাকায়। হাতে প্ল্যাকার্ড নিয়ে এদিন তৃণমূলের নেতা,কর্মী, সমর্থকরা দলের এই দ্বিচারিতার বিরুদ্ধে প্রতিবাদ জানায়।

তাঁদের অভিযোগ, রায়নার বিধায়ক তথা জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি শম্পা ধাড়া নির্দলদের দলীয় প্রতীক দিতে চাইছেন। রাজ‌্য থেকে ঠিক করা প্রার্থীদের প্রতীক দেওয়া না হলে ব্লকের সমস্ত তৃণমূল প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।এদিন আন্দোলনরত তৃণমূল কর্মীদের সঙ্গে ছিলেন দলের ব্লক সভাপতি অসীম পাল, ব্লকের যুব সভাপতি জুলফিকার আলি সহ অন্যান্য নেতৃবৃন্দ।

তারা জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচিতে মানুষের ঠিক করে দেওয়া প্রার্থীদের রাজ্য থেকে তালিকা করে পাঠানো হয়েছিল। সেই অনুযায়ী মনোনয়নপত্র জমা দেন তাঁরা। কিন্তু তাঁদের সকলকে দলের সিম্বল দেওয়া হচ্ছে না। বদলে বিধায়কের অনুগামী যারা নির্দল প্রার্থী হয়েছে তাদের সিম্বল দেওয়া হবে বলে জেলা নেতৃত্ব জানিয়েছে। তাঁরা তা মানতে নারাজ। তৃণমূলের পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন,” শেষ মুহূর্তে দলের পক্ষ থেকে প্রার্থী তালিকা প্রকাশ হওয়ায় একটা সমস্যা তৈরি হয়েছে। কিভাবে সেটা দ্রুত মেটানো যায় তা নিয়ে আলোচনা চলছে। দলের নির্দেশ যা আসবে জানিয়ে দেওয়া হবে।”

আরো পড়ুন