---Advertisement---

ভোট মিটতেই ব্লক সভাপতি ও বিধায়ক ঘনিষ্ট নেতার বাকযুদ্ধে সরগরম রায়না, সিঁদুরে মেঘ দেখছেন এলাকাবাসী

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,রায়না: ভোট পর্ব মিটতেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে পূর্ব বর্ধমানের রায়না-১ ব্লকে। ব্লক সভাপতি ও বিধায়ক গোষ্ঠীর নেতার অভিযোগ পাল্টা অভিযোগে জোর সরগরম হতে শুরু করেছে রায়নার রাজনীতি। বৃহস্পতিবার দুপক্ষের বাগযুদ্ধে জোর আলোড়ন ছড়াল রায়নায়। তৃণমূলের রায়না ১ ব্লক সভাপতি বামদেব মণ্ডল ব্লকের সহ সভাপতি শেখ মহম্মদ ইসমাইল ওরফে শান্ত সহ কয়েকজনের বিরুদ্ধে ভোটের সময় বিজেপির হয়ে কাজ করার অভিযোগ তুলেছেন।

বিজ্ঞাপন

 

এমনকী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে তাদের যোগযোগের অভিযোগও করেছেন তিনি। এমনকি দেখে নেওয়ারও হুমকি দেন ব্লক সভাপতি। উল্টোদিকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী গোষ্ঠীর শান্তও। তিনি বলেছেন, “বামদেব মণ্ডলই দীর্ঘদিন ধরে রায়নায় তৃণমূলকে হারাতে কাজ করছে। একসময় মুকুল রায়ের কাছে টাকা নিয়ে দলেরই প্রার্থীকে হারানোর চেষ্টা করেছে। এখন প্রচুর টাকা করে ফেলেছে বলে ভীমরতি হয়েছে। উল্টোপাল্টা বলছে। ওইসব দেখে নেওয়ার হুমকি দিয়ে লাভ হবে না। ওনার বয়স ৬৮, আমার ৩৮। তাই দেখবো মনে করলে খুঁজে পাওয়া যাবে না। ”

See also  মেমারীর মণ্ডলগ্রামে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় তীব্র আতঙ্ক
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---