---Advertisement---

দুর্ঘটনার কবলে রায়নার বিধায়ক শম্পা ধাড়ার গাড়ি, অল্পের জন্য রক্ষা

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: কলকাতায় স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে যোগ দিতে যাওয়ার পথে ১৯নম্বর জাতীয় সড়কে হুগলির গুরাপের মহেশ্বরপুর এলাকায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল রায়নার বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারার গাড়ি। দুর্ঘটনায় বিধায়কের গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য রক্ষা পেয়েছেন বিধায়ক ও চালক। যদিও দুজনেরই সামান্য আঘাত লেগেছে বলেই জানতে পারা গেছে। দুর্ঘটনার পর পুলিশ দুর্ঘটনাগ্রস্থ গাড়ি থেকে বিধায়ক কে উদ্ধার করে অন্য গাড়িতে বর্ধমান পাঠিয়েছে।

বিজ্ঞাপন

শম্পা ধারা বলেন,’ কলকাতা যাচ্ছিলাম। আমাদের গাড়ির সামনে আরো একটি গাড়ি যাচ্ছিল। গুরাপ পেরোনোর পর আচমকাই একটি ট্রাক্টর রাস্তায় উঠে আসায় সামনের গাড়ির চালক নিয়ন্ত্রণ রাখতে না পেরে ট্রাক্টর টিকে ধাক্কা মারে। আমার গাড়িটিও পিছন থেকে ওই গাড়িটিকে ধাক্কা মারে দাঁড়িয়ে যায় রাস্তার মাঝে। ভাগ্য ভালো সেই সময় পিছনে কোনো ভারী গাড়ি ছিল না। তাহলে যে কি হতো তাই ভেবেই আতঙ্কিত হয়ে পড়েছি। খুব জোর বেচেঁ গেছি আজকে।’ এদিকে বিধায়কের দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই রয়নায় কর্মী সমর্থক ও জেলা পরিষদের আধিকারিক ও কর্মীদের মধ্যে চিন্তার মহল তৈরি হয়েছে।

See also  আউসগ্রামে বিজেপির বুথ ক্যাম্পে হামলা, অভিযোগের তীর তৃণমূলের দিকে
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---