পঞ্চায়েতে রায়না বিরোধীশূন্য হবে, ঘোষণা নবনিযুক্ত জয়হিন্দ বাহিনীর সভাপতি সেখ সালেকের

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,রায়না: পুরনো কর্মীদের সম্মান দিয়ে দলে ফেরাতে হবে – এই বার্তা দিয়েছিলেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। সেই পথ অনুসরণ করে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ও সম্প্রতি জনসংযোগ যাত্রায় বিভিন্ন জেলায় দলীয় নেতৃত্ব কে এই একই বার্তা দিয়েছেন। আর সেই নির্দেশ কে কার্যকর করতেই এবার পূর্ব বর্ধমানের রায়না ১ব্লকের হিজলনা অঞ্চলের বাম আমলে তৃণমূলের হয়ে লড়াই করা, বহু সংগ্রামের সাক্ষী, দলের কর্মী শেখ সালেক ওরফে সওদাগর কে জয়হিন্দ বাহিনীর ব্লক সভাপতির দায়িত্ব দিলো জেলা নেতৃত্ব।

বিজ্ঞাপন

পাশাপাশি বামেদের হাত থেকে রায়না বিধানসভা কে ছিনিয়ে আনতে যে সমস্ত কর্মীরা সেইসময় আন্দোলন করতে গিয়ে সিপিআইএমের হাতে অত্যাচারিত হয়েছিলেন, ঘরবাড়ি ছেড়ে দীর্ঘদিন পালিয়ে বেড়াতে হয়েছে, একাধিক মিথ্যা মামলায় জেল খাটতে হয়েছে, সেই সমস্ত কর্মীদের ফের এক ছাতার তলায় আনার নির্দেশ দলীয় নেতৃত্ব দিয়েছে বলেই জানিয়েছেন নবনিযুক্ত জয়হিন্দ বাহিনীর ব্লক সভাপতি সওদাগর।

সম্প্রতি হিজলনা অঞ্চলের বাঁধগাছা এলাকায় পথচলতি মানুষকে এই তীব্র তাপপ্রবাহে স্বস্তি দিতে জলছত্রের আয়োজন করে রায়না ১ব্লক তৃণমূল কংগ্রেস জয়হিন্দ বাহিনী। সকাল থেকেই এই কর্মসূচি কে সামনে রেখে দলের বহু পুরনো কর্মীকে উপস্থিত থাকতে দেখা যায়। সওদাগর বলেন,’ দুয়ারে পঞ্চায়েত নির্বাচন, দল দায়িত্ব দিয়েছে সংগঠন কে মজবুত করে আসন্ন নির্বাচনে বিরোধীশূন্য পঞ্চায়েত গঠন করার। দলের কিছু নেতৃত্বের প্রতি অভিমান করে দলের দুঃসময়ের, দীর্ঘদিনের বহু কর্মী নিজেদের সরিয়ে নিয়েছিলেন। আমি সেইসব লড়াকু কর্মীদের সংগঠনের ছত্রছায়ায় নিয়ে এসে অঞ্চল ও বুথ ভিত্তিক দায়িত্ব আরোপ করে আবার দলের মূল স্রোতে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছি।

আমাদের দলে কোন গোষ্ঠীদ্বন্দ্ব নেই। সব শাখা সংগঠন দলের নির্দেশ মেনে রায়না ১ব্লকে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি, সিপিএম, কংগ্রেসের বিরুদ্ধে রাজনৈতিক লড়াইয়ে ঝাঁপাবে। ইতিমধ্যেই সংগঠনের জেলা সভাপতি রবিন নন্দী রায়না ১ব্লকের ব্লক কমিটি তৈরি করে জেলা নেতৃত্ব কে পাঠিয়েছেন। ব্লক কমিটি ঘোষণা হওয়ার পরই অঞ্চল ও বুথ ভিত্তিক কমিটি তৈরি করার কাজ সম্পন্ন হয়ে যাবে। ইতিমধ্যেই পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হয়ে গেছে বৃহস্পতিবার। ফলে দলের নির্দেশ মেনে আমরাও নির্বাচনী কর্মকাণ্ডে ঝাঁপিয়ে পড়েছি।’

আরো পড়ুন