শক্তিগড়ে ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি, দাঁড়িয়ে গেল দিল্লিগামি রাজধানী এক্সপ্রেস

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক, শক্তিগড়: শক্তিগড় স্টেশনে ডাউন মেন লাইনের ওভারহেড এর তার ছিঁড়ে বিপত্তি। দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া দিল্লি রাজধানী এক্সপ্রেস কে। রেল সূত্রে জানা গেছে শনিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ মেন লাইনে একটি লোকাল ট্রেন যাওয়ার সময় ওভারহেড এর তার ছিঁড়ে পড়ে। ছেঁড়া তার পাশের লাইনেও চলে আসে।

বিজ্ঞাপন

সেই সময় আপ লাইন দিয়ে রাজধানী এক্সপ্রেস আসছিল। যাতে কোন দুর্ঘটনা বা যান্ত্রিক গোলযোগ সৃষ্টি না হয় তার জন্য শক্তিগড় স্টেশনেই দাঁড় করিয়ে দেওয়া হয় দিল্লিগামি রাজধানী কে। যদিও দ্রুত লাইনের উপর থেকে ছেঁড়া তার সরিয়ে ফেলেন রেলের ইলেট্রিক্যাল অফিসারেরা।

এরপরই আপ লাইন দিয়ে রাজধানীকে পাশ করিয়ে দেওয়া হয়। রেল সূত্রে জানা গেছে, ওভারহেড এর তার ছেঁড়ার কারণে প্রায় ৩০মিনিট দাড়িয়ে যেতে হয় হাওড়া – দিল্লি রাজধানী কে। জানা গেছে, মেন লাইনে ওভারহেড এর কাজের জন্য সাময়িক ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।

আরো পড়ুন