latest

যাত্রী বিক্ষোভে খানা জংশন স্টেশন আটকে গেল রাজধানী

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বুধবার সকালে যাত্রী বিক্ষোভের জেরে আটকে গেল রাজধানী এক্সপ্রেস। ডাউন রামপুরহাট বর্ধমান লোকালকে খানা জংশন স্টেশনে দীর্ঘক্ষণ আটকে রাখায় ক্ষুদ্ধ যাত্রীরা লাইনে দাঁড়িয়ে পড়েন। ফলে ডাউন নয়াদিল্লি হাওড়া রাজধানী এক্সপ্রেস আটকে যায়। বিক্ষুদ্ধ যাত্রীরা অভিযোগ করেছেন, প্রতিদিন লোকাল ট্রেন কে খানা জংশন স্টেশনে আটকে রেখে মেল এক্সপ্রেস ট্রেন পার করানো হচ্ছে।

তারই প্রতিবাদে আজকের রেল অবরোধ।
অবরোধের জেরে ডাউন কাজিরাঙ্গা এক্সপ্রেস আটক পড়ে বনপাস স্টেশনে। খানা জংশন স্টেশনে আটকে ছিল একটি সেলুনকার। বর্ধমান স্টেশন থেকে ছাড়তে দেরী হয় আপ বর্ধমান রামপুরহাট লোকাল। ঘন্টা খানেক অবরোধ চলার পর রেল কর্তৃপক্ষের আশ্বাসের পর অবরোধ ওঠে। তারপর রাজধানী সহ সব ট্রেনের চলাচল শুরু হয়।