ফোকাস বেঙ্গল ডেস্ক,খন্ডঘোষ: পবিত্র রাম নবমীর সন্ধ্যায় পঞ্চমুখী হনুমান মন্দিরে প্রাণ প্রতিষ্টা করা হল রাম সীতা মূর্তির। খন্ডঘোষ ব্লকের গৈতানপুর চাষীমানা এলাকায় এই উপলক্ষে দূর দূরান্ত থেকে প্রায় কয়েক হাজার ভক্ত সমবেত হয়েছিলেন মন্দির প্রাঙ্গনে। রাম সীতা মূর্তির প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে মন্দির কর্তৃপক্ষ বিশাল পুজোর আয়োজন করে। উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস, খন্ডঘোষের বিধায়ক নবীন বাগ সহ এলাকার বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।
মন্দির কমিটির সদস্য শিবু সাউ জানিয়েছেন, বিগত পাঁচ বছর ধরে চরমানা এলাকায় রাম নবমী তিথিতে পঞ্চমুখী হনুমান মন্দিরে পুজোর আয়োজন হয়ে আসছে। এই বছর মন্দিরের দোতলায় রাম সীতার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করা হলো। এই উপলক্ষে হাজার হাজার ভক্ত মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়েছিলেন।
মন্দির প্রাঙ্গন কে সন্ধ্যার পর আলোকিত রাখার জন্য বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের সহযোগিতায় এদিন একটি হাই মাস্ট ল্যাম্পের উদ্বোধন করা হয়। মন্দির কমিটির পক্ষ থেকে সকল ভক্তদের জন্য প্রসাদ ভোগের আয়োজন করা হয়েছিল। লুচি, আলুর দম, ছোলার ডাল, বোদে ও লাড্ডু সহকারে এই ভোগের প্রসাদ গ্রহণ করেন প্রায় হাজার চারেক ভক্ত।