খেলাধুলা

এশিয়ান যোগাসনে জোড়া সোনা কালনার রামিশার

ফোকাস বেঙ্গল ডেস্ক,কালনা: ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে থাইল্যান্ডে আয়োজিত এশিয়ান গেমস যোগাসন প্রতিযোগিতায় ২টি স্বর্ণ পদক জয়লাভ করল পূর্ব বর্ধমানের কালনার ডাঙ্গাপাড়ার বাসিন্দা বছর পনেরোর রামিশা দফাদার। রামিশা কালনা হিন্দু গার্লস স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী। হুগলির কোন্নগরের ‘যোগা এরা’ সংস্থায় অনুশীলন করেছে রামিশা দফাদার।

এই প্রতিযোগিতায় ১৪ টি দেশ থেকে প্রায় ২১৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। ২৯ থেকে ৩০ জুলাই এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইন্দোনেশিয়া ও চীন সহ বেশ কয়েকটি দেশ কে পিছনে ফেলে রামিশা এই সাফল্য ছিনিয়ে আনে। রমিশার দাদা অসীম দফাদার বলেন, রামিশা ইতিমধ্যে রাজ্য ও জাতীয় স্তরের বহু প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ভালো সাফল্য পেয়েছে।

রামিশা ২০১৯ আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে স্বর্ণ পদক জয় লাভ করেছিল। এবছর এশিয়ান যোগাসন প্রতিযোগিতায় অংশ নিয়ে ২ টি স্বর্ণপদক পেয়েছে। এছাড়াও এই প্রতিযোগিতায় সার্বিকভাবে এশিয়ান চ্যাম্পিয়ান ঘোষণা করা হয়েছে রমিশা কে। আমরা ওর সাফল্যে খুশি।
রামিশার কোচ গৌরাঙ্গ সরকার বলেন, “নিয়মিত যোগাসন অভ্যাস ও কঠোর অনুশীলন এই সাফল্য এনে দিয়েছে রমিশাকে। আমার আশা, ভবিষ্যতে এরকম আরো সাফল্য ওর ঝুলিতে আসবে।”

Recent Posts