---Advertisement---

বিরল প্রজাতির পাখি উদ্ধার মেমারিতে

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারি: মেমারি থানার অন্তর্গত মহেশডাঙ্গা ক্যাম্প উত্তর থেকে মঙ্গলবার একটি বিরল প্রজাতির পাখি উদ্ধার করেছে মেমারি থানার পুলিশ। উদ্ধারকৃত পাখিটি বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন দুপুরে মেমারি থানার এস.আই. সাবির আলি মহেশডাঙ্গা ক্যাম্পের উত্তর বাঁধের রাস্তা দিয়ে ফেরার সময় স্থানীয় সূত্রে জানতে পারেন একটি বিরল প্রজাতির সারস পাখি রাস্তায় ঘোরাফেরা করছে। তিনি পাখিটি উদ্ধার করে মেমারি থানায় নিয়ে আসেন। খবর দেওয়া হয় স্থানীয় বনদপ্তরে। মেমারি বনদপ্তরের কর্মীরা থানায় এসে পাখিটি উদ্ধার করে নিয়ে যায়।

বিজ্ঞাপন

স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, এদিন সকাল থেকেই পাখিটিকে এলাকায় দেখা যায়। খবর ছড়াতেই প্রচুর মানুষ ভিড় জমায় এই পাখি দেখতে। এলাকার মানুষ প্রথমে পাখিটিকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও সে কিছুতেই স্থান ত্যাগ করছিল না। এলাকার মানুষ মনে করছে, হয়তো পাখিটি অসুস্থ থাকায় তার উড়তে সমস্যা হচ্ছিল কিংবা চোরা শিকারির আক্রমণে আহত হওয়ায় পাখিটার উড়তে সমস্যা হচ্ছিল ।

স্থানীয় বনদপ্তরের আধিকারিকের কাছে জানা যায়, পাখিটিকে বর্ধমান জুলজিক্যাল পার্ক রমনা বাগানে পাঠিয়ে দেওয়া হয়েছে। বন দপ্তর সুত্রে জানা গেছে, এই পাখি প্রধানত এশিয়ান ওপেনবিল বা এশিয়ান ওপেনবিল স্টর্ক নামে পরিচিত। এখানে শামুকখোল নামে পরিচিত। স্টর্ক প্রজাতির এটি একটি বড় ঠোঁট যুক্ত পাখি। সারস প্রজাতির এই পাখিকে প্রধানত ভারতীয় উপমহাদেশ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় পাওয়া যায়। এদের প্রধান খাদ্য জলজ ছোট প্রাণী। যেমন গুগলি, মাছ, ছোট শামুক ইত্যাদি। এদের ওজন ১ কেজি ৩০০ গ্রাম থেকে শুরু করে প্রায় ৯ কেজি পর্যন্ত হতে পারে। এদের উচ্চতা প্রায় ৮১ সেন্টিমিটার পর্যন্ত হয়।

See also  পুকুরে পড়ে থাকা নারকেল আনতে পুকুরে নেমে জলে ডুবে মৃত্যু
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---