বেপরোয়া বালির ডাম্পার উল্টে জামালপুরে ভাঙলো ৬টি দোকান ঘর, আটক ডাম্পার

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,জামালপুর: রাতের অন্ধকারে বেপরোয়া বালির ডাম্পার উল্টে রাস্তার ধারে থাকা ৬টি দোকান ভেঙে গেল। স্থানীয়দের দাবি, আরো ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারতো, অল্পের জন্য প্রাণহানির হাত থেকে বেঁচে গিয়েছে বেশ কয়েকটি পরিবার। ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত প্রায় দেড়টা নাগাদ জামালপুর – মশাগ্রাম রোডের ওপর হারালা মোড়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই রাস্তা দিয়ে প্রতিদিন কয়েকশো বালির গাড়ি বেপরোয়া গতিতে যাতায়াত করে। রাত বাড়লে এইসব বালির গাড়ির গতিও বেড়ে যায়।

বিজ্ঞাপন

জামালপুর পুলমাথা মোড় পার করে বিপদতারিণী তলা পেরিয়েই হাড়ালা মোড়। আর সেখানেই রাস্তায় রয়েছে বাঁক। বাঁকের পাশেই রাস্তার ধারে রয়েছে একাধিক চালের গদি, ইলেকট্রনিক্সের দোকান সহ বেশকিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান। সামান্য দূরেই রয়েছে লোকবসতি। এদিন গভীর রাতে যে জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে তার কিছুটা দূরেই ছিল একাধিক বসত বাড়ি। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, দুর্ঘটনাটি যদি আর কিছুটা দূরে ঘটতো তাহলে প্রাণহানির মতো ঘটনাও ঘটতে পারতো। ফলে এই দুর্ঘটনার পর স্বাভাবিকভাবেই আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকাবাসীর মধ্যে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বালির ডাম্পার উল্টে রীতিমত ক্ষতিগ্রস্ত হয়েছে ৪টি চালের গদি, একটি ইলেকট্রনিক্স এর দোকান সহ আরো একটি দোকান। লক্ষাধিক টাকার সামগ্রী দুর্ঘটনার জন্য নষ্ট হয়েছে ব্যবসায়ীদের বলে দাবি। রাতেই দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু সকাল পর্যন্ত রাস্তার ধারেই ঘাতক ডাম্পার টি পড়ে ছিল। পরে ক্রেন নিয়ে এসে গাড়িটিকে সরানোর ব্যবস্থা করে পুলিশ। ঘাতক ডাম্পার টিকে আটক করেছে পুলিশ। এলাকাবাসীদের অধিকাংশের দাবি, অবিলম্বে হারালা মোড়ে পর্যাপ্ত পুলিশি নজরদারির ব্যবস্থা করতে হবে। রাস্তায় সমস্ত গাড়ির গতি নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে। 

আরো পড়ুন