ক্রাইম

খন্ডঘোষের রাউতাড়ায় দ্বারকেশ্বর নদী থেকে চলছে বেপরোয়া বালি চুরি, নিরব প্রশাসন

ফোকাস বেঙ্গল ডেস্ক,খন্ডঘোষ: নদীতে এখন একপ্রকার জল নেই, ফলে বিস্তীর্ণ জায়গা জুড়ে পড়ে রয়েছে বালির চর। আর সেই বালিই বেআইনিভাবে, কোনরকম সরকারি অনুমতি না নিয়েই স্থানীয় কিছু বালি মাফিয়া দিনের পর দিন রাতের অন্ধকারে নদী থেকে তুলে পাচার করে দিচ্ছে। পূর্ব বর্ধমানের খন্ডঘোষ ব্লকের গোপালবেড়া অঞ্চলের রাউতাড়া মৌজা দিয়ে বয়ে গেছে দ্বারকেশ্বর নদী। সামনেই রয়েছে একলক্ষ্মী রাউতাড়া নাগাতেঁতুল রোড। স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যা নামতেই একদল বালি মাফিয়া নদী থেকে ট্রাক ট্রাক বালি তুলে রাউতাড়া স্কুল, টিএমসি পার্টি অফিসের কাছে, দাসপাড়া, ভাষাপুর, মান্না পাড়ার ফুটবল গ্রাউন্ড, মৈড়াপুকুর ও একলক্ষীর সাঁকো সহ বিভিন্ন জায়গা ট্রাক্টারে করে বালি মজুদ করা হচ্ছে।

আর ভোর হতেই সেই বালি জামালপুর সহ বিভিন্ন জায়গার চালান ব্যবহার করে আবার কখনো বিনা চালানেই রায়না ২ ব্লকের মাধবডিহী ও অন্যান্য জায়গায় পাচার করে দেওয়া হচ্ছে। অভিযোগ দিনের পর দিন এই বালি চুরি চলতে থাকলেও খন্ডঘোষ ভূমি রাজস্ব দপ্তর কিংবা পুলিশ কেউই কোন পদক্ষেপ করেনি। ফলে বেপরোয়া বালি মাফিয়ারা প্রশাসনের নাকের ডগা দিয়েই সরকারের লক্ষ লক্ষ টাকার রাজস্ব চুরি করে ফুলে ফেঁপে উঠছে। স্থানীয়দের একাংশের অভিযোগ, এই বালি চুরি চক্রের সঙ্গে স্থানীয় শাসক দলের একাংশ জড়িত রয়েছে।এমনকি পুলিশ ও প্রশাসন মাঝে মধ্যে এলাকায় অভিযান চালালেও বন্ধ হয়নি এই বেআইনি বালি চুরি।

ফলে এলাকায় বাড়ছে ক্ষোভ। একইসাথে উঠে আসছে অবৈধ বালি কারবারের সঙ্গে পুলিশ ও প্রশাসনের অশুভ আঁতাতের প্রসঙ্গ। সূত্রের খবর ২০২২ সালে এই রাউতাড়া এলাকায় থাকা একটি বৈধ বালি খাদের লিজ শেষ হয়ে গেছে। এমনকি এই জায়গাটি থেকে প্রায় ৩০ কিলোমিটারের মধ্যে কোন সরকারি অনুমোদন প্রাপ্ত বালির খাদও নেই। এমনকি বাঁকুড়ার গোঘাট ও ইন্দাস থানা এলাকার মধ্যে দিয়ে আসা নদীর কোন অংশেও কোন অবৈধ খাদ নেই। কেবলমাত্র খন্ডঘোষের গোপালবেড়া অঞ্চলের এই রাউতাড়া থেকেই অবৈধভাবে বালি চুরি চলছে। কয়েকমাস আগে এই এলাকা থেকে প্রতিদিন প্রায় ১০০র ওপর ট্রাক্টর বালি তুলে পাচার করা হচ্ছিল। এখন সেই সংখ্যা কিছুটা কমেছে বলে স্থানীয়দের একাংশ সূত্রে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, এলাকার নিরাপত্তার স্বার্থে অবিলম্বে বন্ধ করা হোক এই বালি চুরি।

বি:দ্র: – সাম্প্রতিক রাউতাড়ায় নদী থেকে বালি তুলে ট্রাক্টরে করে পাচার করে দেওয়ার ভিডিও দেওয়া হল।

Recent Posts