---Advertisement---

শীতে টান, তবু বড়দিনে রেকর্ড ভিড় বর্ধমানের রমনাবাগানে

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বড়দিনের সকাল থেকেই ফের ভিড় উপচে পড়ল রমনাবাগান জুলজিক্যাল পার্কে। যদিও শীত যেভাবে প্রথম থেকে চালিয়ে ব্যাট করতে শুরু করেছিল এবছর, ২৫ডিসেম্বরে সেই দাপট কিন্তু দেখা গেলো না। তাই শীতের পোশাক খুলে হাতে নিয়েই এদিন চুটিয়ে চিতাবাঘ, ভল্লুক, হরিণ, কুমির দেখতে সারাদিন হাজারো দর্শক ঘুরলেন পার্কের এপ্রান্ত থেকে ওপ্রান্ত।

বিজ্ঞাপন

রমনাবাগান সূত্রে জানা গেছে, এদিন বিকেল পর্যন্ত প্রায় সাড়ে তিন হাজার দর্শক পার্কে এসেছেন। গতবছরও এইদিনে এইরকমই দর্শক হয়েছিল। তবে এবছর শীতের প্রথম থেকেই রমনাবাগানে দর্শক সমাগমের নিরিখে গড় সংখ্যা অনেক বেড়েছে। প্রতিদিন গড়ে প্রায় দেড় হাজার দর্শক পশু পাখি দেখতে ভিড় করছেন। ছুটির দিনগুলোতে এই সংখ্যা ২ থেকে আড়াই হাজার পর্যন্ত হয়ে যাচ্ছে। এদিন বিকেলে টিকিট কাউন্টার বন্ধ হওয়া পর্যন্ত সাড়ে তিনহাজার দর্শক পার্কে প্রবেশ করেছে। এদিন টিকিট বিক্রি হয়েছে প্রায় ৮০হাজার টাকার।

জানা গেছে, কেবলমাত্র পূর্ব বর্ধমান জেলা নয়, এদিন বীরভূম, বাঁকুড়া, হুগলি জেলা থেকেও দর্শনার্থীদের আসতে দেখা যায়। এছাড়া, স্থানীয় অনেককেই বড় দিনের ছুটি পেয়ে পরিবার ও শিশুদের নিয়ে চিড়িয়াখানায় আসতে দেখা গেছে। বিশেষ করে ভিন জেলার বিভিন্ন স্কুল ও কলেজ থেকে আসা পড়ুয়াদের সংখ্যা ছিল এদিন বেশি।

বর্ধমানের রমনা বাগানে এবারের নতুন অতিথি দুজোড়া সিলভার ফিজ্যান্ট। কয়েকদিন আগেই উত্তরবঙ্গের চিড়িয়াখানা থেকে সেগুলি বর্ধমানের চিড়িয়াখানায় আনা হয়েছে। তারপর থেকে বিশেষ পর্যবেক্ষণে রাখা ছিল। বড়দিনের দিনই তাদের দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এই পাখিই এবারের বিশেষ আকর্ষণ বলে মনে করছে রমনাবাগান চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এছাড়াও, বর্ধমান চিড়িয়াখানার এই মুহুর্তের মুখ্য আকর্ষণ চিতাবাঘ দম্পতি কালি ও ধ্রুব ও তাদের দশ মাসের শাবক। চিড়িয়াখানায় এখন ৫ টি সিলভার ফিজেন্ট, দুটি গোল্ডেন ফিজ্যান্ট, ৬টি কুমির, ভল্লুক, দুটি মদন টাক পাখি, প্রচুর টিয়া,  এছাড়াও নানান রঙিন পাখি, ১৩০ টি হরিণ, বাঁদর প্রভৃতি রয়েছে।

See also  তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা পশুদেরও, খাওয়ানো হচ্ছে ওআরএস

পূর্ব বর্ধমান বিভাগীয় বনাধিকারিক নিশা গোস্বামী জানান,” গত বছরের তুলনায় এবছর বর্ধমান চিড়িয়াখানায় গড় দর্শনার্থীর সংখ্যা অনেকটাই বেড়েছে। চলতি বছর শীতের সময় প্রতিদিন গড় দর্শনার্থীর সংখ্যা প্রায় ১৫০০। ছুটির দিনে সেই সংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে প্রায় ২ থেকে আড়াই হাজার। এর মূল কারণ বর্ধমানের চিড়িয়াখানায় আকর্ষণীয় পশু পাখিদের অবস্থান। সামনে এখনও ৩১ ডিসেম্বর, ১জানুয়ারি সহ গোটা শীত কাল পড়ে রয়েছে। স্বাভাবিকভাবেই এবছর রমনা বাগানে দর্শকদের সংখ্যা ১ লক্ষের বেশি ছড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। ”

শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---