---Advertisement---

চাল উড়ে গেছে, সাপের উপদ্রব, অঙ্গনওয়ারী কেন্দ্রের বেহাল দশায় উদ্বিগ্ন এলাকাবাসী

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: বৃষ্টি হলে শিশু ও মায়েদের খাবার কিভাবে রান্না হবে, সেই নিয়েই চিন্তায় ঘুম উড়ে যায়। কারণ রান্না ঘরের চালা উড়ে গেছে ঝড়ে। বাকি যে অংশ আছে সেটাও ভগ্নপ্রায়। রয়েছে সাপের উপদ্রব। এইরকম ভাবেই প্রায় আট বছর ধরে চলছে বর্ধমান ১ ব্লকের বাঘাড় এক পঞ্চায়েতের অন্তর্গত মাহিনগর গ্রামের অঙ্গনওয়ারী কেন্দ্র। বারবার পঞ্চায়েত থেকে ব্লকস্তরে জানিয়েও কোন সুরাহা হয়নি বলে অভিযোগ কর্মীদের। বর্ধমান ১ ব্লক বিডিও অভিরূপ ভট্টাচার্য জানিয়েছেন, ব্লক জুড়ে আইসিডিএস কেন্দ্রগুলির সার্বিক অবস্থা খতিয়ে দেখে মেরামত সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানাচ্ছেন, এই গ্রামের কোঁড়াপাড়ায়
একটি আইসিডিএস কেন্দ্র এবং একটি শিশু শিক্ষা কেন্দ্র একইসঙ্গে চলে। কিন্তু, এই দুটির হাল একেবারেই বেহাল। বিগত ১০ বছর ধরে পঠন পাঠন চলছে এই বেহাল অবস্থাতে। কর্মীদের অভিযোগ, শিশুশিক্ষা কেন্দ্রের টিনের যে ছাওনি আছে, তা একেবারেই নষ্ট হয়ে গেছে। একটু বৃষ্টি হলেই ছাউনি ভেদ করে জল ঢুকে যায়। আর তাতেই নষ্ট হচ্ছে মিড ডে মিলের খাদ্য সামগ্রী। নেই ঠিক মতন রান্নার জায়গা, অপরদিকে মাহিনগরের আইসিডিএস কেন্দ্রের অবস্থাও ভয়ঙ্কর। কেন্দ্রে প্রায়ই দেখা যাচ্ছে বিষাক্ত সাপ। যা নিয়ে যথেষ্ট আতঙ্কে অভিভাবকরা। গত শনিবারও দেখা গেছে বিষাক্ত সাপের আনাগোনা। আর তাতেই আরও আতঙ্কিত হয়ে পড়ছেন স্কুলের শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা। রীতিমতো ভয় পাচ্ছেন ওই আইসিডিএস কেন্দ্রে তাদের বাচ্চাদের পাঠাতে, দাবি স্থানীয়দের।

দুটি কেন্দ্রের কর্মী বিপাশা মন্ডল এবং ফাল্গুনী মন্ডল সংবাদ মাধ্যম কে জানান, দীর্ঘ প্রায় ১০ বছর ধরে এভাবেই তারা সেন্টার চালাচ্ছেন।তাদের অভিযোগ, বারবার এই বিষয়ে পঞ্চায়েত, বিডিও এবং শিক্ষা দপ্তরে জানিয়েছেন কিন্তু কোন কাজ হয়নি। বৃষ্টির সময় সেন্টারে রান্না করাটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। বেশি বৃষ্টি হলে খাবারে জল পড়ে যায়। ফলে অনেক সময় শিশু এবং গর্ভবতী মায়েদের খালি হাতেই ফিরে যেতে হয়। তাদের দাবি, এই বিষয়ে প্রশাসনের অবিলম্বে পদক্ষেপ করা উচিত। সমস্যার কথা স্বীকার করে নিয়ে বাঘাড় ১ পঞ্চায়েতের উপপ্রধান মনিরুল হক জানান, মাহিনগরের গ্রাম পঞ্চায়েত সদস্য বোর্ড মিটিংয়ে পঞ্চায়েতকে বিষয়টি জানিয়েছেন। যত দ্রুত সম্ভব এই ব্যাপারে পদক্ষেপ করা হবে।

See also  রাতের অন্ধকারে বর্ধমানের বেলকাশ থেকে চলছে দেদার বালি চুরি, পুলিশি সেটিংয়ের অভিযোগ স্থানীয়দের, ক্ষুব্ধ বিধায়কও

শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---