স্কুল চলাকালীন উড়ে আসছে ঢিল, আঘাতও পাচ্ছে পড়ুয়ারা। কোথায় হচ্ছে এই ঘটনা?

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,কালনা: মানসিক ভারসাম্যহীন এক রোগীর নিত্য উৎপাতে শেষমেশ স্কুলে তালা ঝুলিয়ে রাস্তা অবরোধ করে প্রতিবাদে সামিল হল শিক্ষক ও পড়ুয়ারা। আর এই ঘটনায় রীতিমত আলোড়ন পড়েছে কালনা বৈচি সড়কের উপর কালনা ঝড়ুবাটি নরেন্দ্রনাথ প্রাথমিক বিদ্যালয়ে।

বিজ্ঞাপন

জানা গেছে, স্কুলের পাশেই রয়েছে একটি বাড়ি। সেই বাড়িতে থাকে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। দীর্ঘদিন ধরেই ওই ব্যক্তি স্কুলের দিকে লক্ষ্য করে ইট, পাটকেল ছুঁড়ছে। এমনকি অশ্লীল ভাষায় গালিগালাজ করছে। কোনো কোনো সময় ইটের আঘাতে স্কুলের ছাত্র ছাত্রীরা আঘাতপ্রাপ্ত হচ্ছে। স্কুলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উৎপাতের কথা বারবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। তাই ছাত্র ও ছাত্রীদের নিরাপত্তার কথা ভেবেই আজ স্কুলে তালা ঝুলিয়ে দিয়ে পথ অবরোধে সামিল হয়েছেন অভিভাবকরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় কালনা থানার পুলিশ। সকলের সঙ্গে কথা বলে সমস্যা মেটানোর আশ্বাস দিলে অবরোধ ওঠে।

জানা গেছে, কালনা শহর লাগোয়া রয়েছে ঝারুবাটি নরেন্দ্রনাথ প্রাথমিক বিদ্যালয়। ১৯৪৮ সাল থেকে এই বিদ্যালয়টিতে পঠন পাঠন হচ্ছে। বর্তমানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর সংখ্যা ১২৫ জন। প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়ানো হয় এখানে। বেশ কিছুদিন ধরেই স্কুলের ছাত্র-ছাত্রীদের দিকে তাক করে পাশের বাড়ি থেকে ঢিল ছুঁড়ছে এক মানসিক রোগী। অসভ্য ভাষায় গালিগালাজ করছে চিৎকার করে। এই নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ বারবার ওই বাড়ির লোককে জানিয়েছেন। প্রশাসনকেও জানানো হয়েছে। কিন্তু কোন লাভ হয় নি। শেষমেশ শিক্ষক থেকে পড়ুয়া ও অভিভাবক রা এদিন স্কুল বন্ধ করে রাস্তা অবরোধ করে সকলের নজরে নিয়ে আসে বিষয়টি।

আরো পড়ুন