অন্য স্বাদ

এবার আর সুন্দরবন নয়, বর্ধমানেই দেখা মিলবে রয়েল বেঙ্গল টাইগারের

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: সুন্দরবন বেড়াতে গিয়েও ভ্রমণ পিপাসুদের অনেক সময় আক্ষেপ থেকে যায় রয়েল বেঙ্গলের সাক্ষাৎ না পাওয়ার। এবার সেই আক্ষেপ থেকে মুক্তি পেতে চলেছেন পূর্ব বর্ধমান সহ আশপাশের বিস্তীর্ণ এলাকার মানুষ। খুব শীঘ্রই বর্ধমানের রমনা বাগান জুলোজিক্যাল পার্কেই দেখতে পাওয়া যাবে সুন্দরবনের মুখ্য আকর্ষণ রয়েল বেঙ্গল টাইগার কে। ইতিমধ্যেই এব্যাপারে পরিকাঠামো তৈরির প্রস্তুতি শুরু করেছে বর্ধমান বন বিভাগ বলেই জানা গেছে।

বিভাগীয় বনাধিকারীক নিশা গোস্বামী বলেন, রাজ্য বন দপ্তর থেকেই বর্ধমান রমনা বাগান জুলোজিক্যাল পার্কে রয়েল বেঙ্গল টাইগার পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। আমরা সেই অনুযায়ী পরিকাঠামো তৈরি করার পরিকল্পনা নিয়েছি। ইতিমধ্যেই আমাদের এখানে চারটি চিতা বাঘ আছে। এছাড়াও বিভিন্ন প্রজাতির হরিণ, পাখি, ভল্লুক, কুমির সহ আরো অন্যান্য পশু পাখি রয়েছে। রয়েল বেঙ্গল টাইগার এলে রমনা বাগানের আকর্ষণ কয়েকগুণ বেড়ে যাবে।

ভ্রনার্থীদের সংখ্যাও বাড়বে। কারণ রয়েল বেঙ্গল টাইগার দেখতে তখন আর সুন্দরবন যেতে হবে না। আমরা এই বাঘ কে রাখার জন্য নতুন এনক্লোজার তৈরি করছি। পাশাপাশি দর্শনার্থীদের কথা ভেবে একাধিক সাবধানতা মূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তৈরি করা হচ্ছে ফুড পার্ক। সবকিছু তৈরি হয়ে গেলে রাজ্যের অনুমোদন পেলেই রমনা বাগানে চলে আসবে রয়েল বেঙ্গল টাইগার। আশা করছি এই বছরের শেষে কিংবা আগামী বছরের শুরুতেই দর্শকরা রয়েল বেঙ্গল টাইগারের মুখোমুখি হতে পারবেন।

Recent Posts