পশ্চিমবঙ্গ

ইফতারের বাজার করে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় মৃত রোজদার

FOCUS BENGAL

FOCUS BENGAL

ফোকাস বেঙ্গল ডেস্ক,মাধবডিহি: ইফতারের জন্য বাজার করে মোটর সাইকেলে বাড়ি ফেরার পথে ১২চাকা লরির ধাক্কায় মৃত্যু হল এক রোজাদারের। তাঁর নাম শেখ রবিয়েল হোসেন (৫৬)। দুর্ঘটনায় আহত হয়েছেন তাঁর ছেলে মানিকচাঁদ। তার হাত ভেঙে গেছে। মৃত ও আহত দুজনে সম্পর্কে পিতা পুত্র। বাড়ি মাধবডিহি গ্রাম। দুর্ঘটনাটি ঘটেছে রবিবার সকাল সাড়ে ৭টা নাগাদ মাধবডিহি বাজারের কাছে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকেই স্থানীয় ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক শেখ রবিয়েল হোসেন কে মৃত ঘোষণা করেন। আহত মানিকচাঁদের হাতের প্লাস্টার করা হয়েছে। পুলিশ ঘাতক লরিটি কে আটক করেছে। চালক পলাতক। 

বিজ্ঞাপন

ব্লক মেডিকেল অফিসার শুভ্র সামন্ত বলেন, ‘ খুবই দুঃখজনক ঘটনা। রবিবার সকালে একটি লরি পিছন থেকে মোটর সাইকেলে ধাক্কা মারলে রবিয়েল হোসেন ও তাঁর ছেলে মানিকচাঁদ রাস্তায় ছিটকে পড়েন। রবিয়েল বাবুর মাথার পিছনে আঘাত লাগে। কান দিয়ে রক্তক্ষরণ হয়। হাসপাতালে নিয়ে আসার আগেই উনি মারা গেছেন। ওনার ছেলের হাত ভেঙে যাওয়ায় তার চিকিৎসা করা হয়েছে।’ এদিকে মর্মান্তিক এই দুর্ঘটনার পর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।

Advertisement