ক্রাইম

চালান ছাড়া বালির গাড়ি আটক রায়নায়, গ্রেপ্তার চালক

ফোকাস বেঙ্গল ডেস্ক,রায়না: বৈধ চালান না থাকায় বালি বোঝাই একটি লরি আটক করলো রায়না থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে রায়নার বাঁধগাছা এলাকায় জামালপুর – রায়না রাস্তায় টহলদারি চালানোর সময় পুলিশ বালি বোঝাই গাড়ির কাগজপত্র চেকিং করছিল। তখনই একটি লরি কে দাঁড় করিয়ে চালকের কাছে বালির চালান দেখতে চাইলে চালক কোন চালান দেখাত পারেনি। এরপর পুলিশ বালির গাড়িটিকে আটক করার পাশাপাশি চালক কে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত চালকের নাম পিন্টু কুমার সিং। বাড়ি বিহারের সিয়ান জেলার বসন্তপুর থানার অন্তর্গত নবীগঞ্জ বাজার এলাকায়। শুক্রবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের বিরুদ্ধে বালি চুরি, অবৈধভাবে সরকারি সম্পত্তি লুট সহ বেশ কয়েকটি ধারায় মামলা করা হয়েছে। প্রসঙ্গত পূর্ব বর্ধমান জেলা জুড়ে বেআইনিভাবে বালি পরিবহনের বিরুদ্ধে পুলিশ কঠোর পদক্ষেপ গ্রহণ করছে। ওভার লোডিং বালির গাড়ি কিংবা বিনা চালানে কোনো গাড়ি বালি নিয়ে রাস্তায় উঠলে সেই গাড়ি আটক করার পাশাপাশি চালকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হচ্ছে।

Recent Posts