নদী থেকে চুরি করা বালির বেআইনি মজুদ জেলাজুড়ে, অভিযানে নামছে প্রশাসন

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক, পূর্ব বর্ধমান: নদী থেকে বালি চুরি করে মজুদ করার পর সেই বালি রাতারাতি ভিন জেলার চালান ব্যবহার করে পাচার করে দিচ্ছে এক শ্রেনীর বালি মাফিয়ারা বলে অভিযোগ। দিনের পর দিন দামোদর নদ থেকে এই বালি চুরি চললেও জেলা প্রশাসন সম্পূর্ন নির্বিকার। পূর্ব বর্ধমান জেলার দামোদর নদের পার্শ্ববর্তী বর্ধমান, গলসি, খন্ডঘোষ, জামালপুর, বড়শুল,পাল্লা এমনকি অজয় নদের তীরে কাটোয়া, মঙ্গলকোট ব্লকের বিভিন্ন জায়গা জুড়ে এই বেআইনি বালি মাফিয়ারা বুক ফুলিয়ে সরকারের রাজস্ব চুরি করে বালির পাহাড় তৈরি করেছে বিভিন্ন জায়গায় বলে অভিযোগ।অভিযোগ, প্রায় সব জায়গাতেই শাসক দলের কিছু প্রভাশালী নেতার মদত রয়েছে এই বালি চুরি করে মজুদ করার পিছনে। কোথাও পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ্য, কোথাও শাসক দলের অঞ্চল সভাপতি, পঞ্চায়েতের প্রাক্তন উপ প্রধান আবার কোথাও বিধায়ক ঘনিষ্ট পঞ্চায়েত উপ প্রধানের মদতে চলছে এই বেআইনি বালির কারবার বলে স্থানীয় সূত্রে খবর পাওয়া যাচ্ছে। 

বিজ্ঞাপন

খন্ডঘোষ ব্লকের সালুন, নারিচা প্রভৃতি জায়গায় এই বালি চুরির পিছনে স্থানীয় পঞ্চায়েত সমিতির এক কর্মাধক্ষ্য ও অঞ্চল সভাপতির প্রত্যক্ষ মদত রয়েছে বলে এলাকাবাসীদের অনেকেই দাবি করেছে। এমনকি মাসের পর মাস ধরে খন্ডঘোষের দামোদর নদের বিভিন্ন জায়গা থেকে বেআইনি ভাবে বালি তুলে পাচার ও মজুদ চললেও ব্লক ভূমি রাজস্ব দপ্তর বা পুলিশ কেউই তা আটকতে পারেনি বলে অভিযোগ। সূত্রের খবর, খন্ডঘোষের কামালপুর থেকে কুমিরখোলা পর্যন্ত বিভিন্ন জায়গায় বেআইনি ভাবে প্রায় ৩০ টি বালির মজুদ করেছে এক শ্রেনীর বালি মাফিয়ারা। যেখানে সরকারি ভাবে ১৪টি বালি মজুদ করার অনুমোদন দেওয়া হয়েছিল। প্রশাসন নাকি এইসব অনিয়মের কিছুই টের পায়নি এতদিন! মাঝে মধ্যে বেআইনি বালি খাদে রুটিন অভিযান চালালেও বালি চুরিতে যুক্ত কাউকেই নাকি ধরা যায়নি কোনোদিন। তবে বিনা চালানে বালি নিয়ে যাওয়ার অভিযোগে পুলিশ রাস্তায় কিছু গাড়ি আটক করে মামলা দায়ের করেছে।

প্রসঙ্গত চলতি মাসের ৪তারিখ থেকে বর্ষাকালীন নদ নদী থেকে বালি উত্তোলন বন্ধ রাখার নির্দেশ জারি করেছে পূর্ব বর্ধমান জেলার প্রশাসন। কিন্তু তারপরেও খন্ডঘোষের সালুন, নারিচা এলাকায় বেআইনি ভাবে নদী থেকে বালি তোলার কাজ চলছিলই। এই নিয়ে বৈধ বালি খাদ মালিকরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার পর সোমবার রাত থেকে পুলিশ বালি তোলার কাজ বন্ধ করে দেয়। এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এইসবই এক ধরনের ‘ আই ওয়াশ ‘ মাত্র। কারণ সারাবছর নদ নদী থেকে যখন বেআইনি ভাবে বালি তুলে মজুদ করার কাজ করছিল বালি মাফিয়ারা, তখন প্রশাসনের কোন হেলদোল ছিল না। যে যার ইচ্ছা মতো নদী থেকে বালি চুরি করে মজুদ করে নিয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, মাসের পর মাস নাগারে নদী থেকে বালি চুরির পিছনে অন্য রহস্য থাকতে পারে। কারণ যারা চুরি করছে তাদের সঙ্গে প্রশাসনের একাংশের বোঝাপড়া না থাকলে এই কাজ টানা করে যাওয়া সম্ভব নয়।

অন্যদিকে মেমারি থানার পাল্লা এলাকায় কোন বৈধ বালি খাদ না থাকলেও নুদিপুর থেকে দেবীপুর জিটি রোড মোড়ে কাছে, পালশিট প্ল্যান্টের কাছে, পাল্লা স্টেশন সংলগ্ন এলাকায়, কাজিপাড়া বেলুট, মেমারি কদমপুকুর রোড প্রভৃতি জায়গায় বিশাল বিশাল বালির পাহাড় তৈরি করেছে কিছু অবৈধ বালি কারবারিরা। এখানেও এই অবৈধ বালি কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের এক প্রাক্তন উপ প্রধানের নাম উঠে আসছে। এর আগেও পাল্লা এলাকায় অবৈধ বালি খাদান চালানোর অভিযোগে একাধিকবার প্রশাসন ও পুলিশ অভিযান চালিয়েছে। কিছুদিন বন্ধ থাকার পর আবার অজ্ঞাত কারণে বালি মাফিয়ারা বেপরোয়া হয়ে বালি চুরি করে পাচার করেছে।

ভূমি দপ্তর সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই বালি মজুদের সঠিক পরিমাপ করার জন্য প্রশাসনিক অভিযান শুরু করা হয়েছে। যদি কোথাও বেআইনি ভাবে বালি মজুদের অস্তিত্ব পাওয়া যায় সেই মজুদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। প্রশাসন অভিযান চালিয়ে সেই সমস্ত বেআইনি মজুদ বালির (বেশিরভাগ) পরিমাপ করে সেগুলোর বিরুদ্ধে এফআইআর দায়ের করবে। পরবর্তীতে আদালতের নির্দেশে সেই সব মজুদ বালির ই-অকসন করবে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। আর যে কেউ সেই বালি তখন দেড় থেকে আড়াই গুণ পর্যন্ত জরিমানা মিটিয়ে সরকারি অনুমোদন নিয়ে বিক্রি করার অনুমতি পাবে।

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, নদী থেকে বালি চুরি করার সময় কেন আটকানো গেলো না? লাখ লাখ সিএফটি বালি নিশ্চই রাতারাতি কেউ মজুদ করতে পারেনা! তাহলে দিনের পর দিন নদী থেকে বালি চুরি চললেও প্রশাসনের নজরে কেনো এলো না? আবার সেই অবৈধ বালিই সরকারি নিয়মে বাজেয়াপ্ত করার পর রাজস্ব আদায়ের জন্য ই-অকসন করে বিক্রির ব্যবস্থা করা হচ্ছে। এই পদ্ধতিতে বিগত ২১ – ২২ অর্থবর্ষে জেলা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর ই-অকশন করে প্রায় ৩২ কোটি টাকা রাজস্ব আদায় করেছিল। সরকারি অনুমোদিত বালি খাদ মালিকদের একাংশ রীতিমত ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, এই ব্যবস্থায় তাদের ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। সরকারকে কোটি কোটি টাকা দিয়ে বালি তোলার অনুমতি পেতে হয় তাদের। এদিকে এক শ্রেনীর লোক বেআইনি ভাবে নদী থেকে বালি চুরি করে মজুদ করে রেখে দিয়ে পড়ে সেই বালিই তিনগুণ, চারগুণ বেশি দামে বাজারে বিক্রি করে কোটিপতি হয়ে যাচ্ছে। ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের। প্রশাসন কে জানিয়েও সবসময় কাজ হচ্ছে না। এইসব বন্ধ হওয়া দরকার। প্রশাসন সূত্রে জানা গেছে, খুব শীঘ্রই বালির বেআইনি মজুদের বিরুদ্ধে অভিযান চালানো হবে।

আরো পড়ুন