শিক্ষা

কালনায় সাপের আতঙ্কে পরীক্ষা বন্ধ করে ছুটি হয়ে গেল স্কুল

ফোকাস বেঙ্গল ডেস্ক,কালনা: সাপের আতঙ্কে পরীক্ষা বন্ধ করে স্কুল ছুটি দিয়ে দিল কালনার মহিষমর্দিনী গার্লস ইনস্টিটিউশন স্কুল। এদিকে সাপের দেখা না মেলায় আতঙ্ক তৈরি হয়েছে ছাত্রী থেকে শিক্ষিকাদের মধ্যে। পূর্ব বর্ধমানের কালনা শহরের বহু পুরনো এবং নামকরা স্কুল মহিষমর্দিনী গার্লস ইনস্টিটিউশন। মহিলাদের এই স্কুলে প্রায় ৮০০ মতন ছাত্রী পড়াশুনা করে পঞ্চম শ্রেণী থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত।

পঠন, পাঠনে এই স্কুলের নাম যথেষ্ট উল্লেখযোগ্য ভূমিকা রাখে রাজ্যের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায়। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে পঞ্চম থেকে নবম শ্রেণীর হাফ ইয়ারলি পরীক্ষা। আজও ছিল পরীক্ষা। পরীক্ষা চলাকালীন হঠাৎই সিসি ক্যামেরায় সাপ দেখতে পাওয়া যায়। সাপ দেখতে পাওয়ার খবর ছাত্রীদের কানে আসতেই আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু দেয় ছাত্রীরা।
আতঙ্কিত হয়ে পড়েন শিক্ষিকারাও। খবর দেওয়া হয় সাপ ধরার বিশেষজ্ঞ দের।

সাপ ধরার বিশারদের দল স্কুলের পৌঁছে স্কুলের কোনায় কোনায় খুঁজেও সাপের দেখা পায়নি। যদিও সিসি ক্যামেরার ফুটেজ দেখে সাপ বিশারদরা জানান সাপটি বিষধর নয়। এদিকে এতো কাণ্ডের পর সাপের দেখা না মেলায় আতঙ্ক আরো গ্রাস করেছে ছাত্রী ও শিক্ষিকাদের। আজকের মতন পরীক্ষা বন্ধ করে দিলেও আগামীকাল পরীক্ষা হবে কিনা বা অনির্দিষ্টকালের জন্য এখন স্কুল বন্ধ থাকবে কিনা সে ব্যাপারে কিন্তু কোন সদুত্তর দিতে পারিনি স্কুল কর্তৃপক্ষ। বলা যেতে পারে যতদিন না সাপ ধরা পড়ছে ততদিন কিন্তু আতঙ্ক থেকেই গেলো কালনার মহিষমর্দিনী গার্লস ইনস্টিটিউশনে।