---Advertisement---

বর্ধমানের শশাঙ্ক বিল ভরাট নিয়ে এবার আন্দোলনে নামলো পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: পরিবেশরক্ষায় শশাঙ্ক বিল নিয়ে আন্দোলন শুরু করল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পূর্ব বর্ধমান জেলা শাখা। বর্ধমান শহরের ‘ কিডনি ‘ বিশাল জলাশয় কে বাঁচাতে তারা প্রয়োজনে আরও বড় আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন। শশাঙ্ক বিল বাঁচানোর দাবিতে জলাভূমি রক্ষায় মঙ্গলবার সন্ধ্যায় বর্ধমান শহরের বড়নীলপুর মোড়ে সভা করে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ পূর্ব বর্ধমান জেলা কমিটি। এই সভায় পরিবেশ বিশেষজ্ঞ ও বিজ্ঞানকর্মীরা বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

তাদের দাবি, শশাঙ্ক বিল ব্রিটিশ আমল থেকে স্বাভাবিক জলাশয় রূপেই চিহ্নিত, কিন্তু বর্তমানে ৩০০ বিঘার শশাঙ্ক বিল লোভী জমি হাঙ্গরদের নজরে পড়েছে। শুধু শশাঙ্ক বিলই নয়, বর্ধমান পুরসভার এলাকার একাধিক ওয়ার্ডের লাইফলাইন অনেক জলাশয় ভরাট করে বহুতল তৈরি হচ্ছে। কয়েক জায়গায় পরিকল্পনাও চলছে। তাই অন্যান্য জলাশয় সহ শশাঙ্ক বিল রক্ষা করার দাবিতে এই পথসভা। জলাশয়গুলি যদি সংরক্ষণ না করা হয় পরবর্তীতে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ পূর্ব বর্ধমান জেলা কমিটি বৃহত্তর আন্দোলনে নামবে বলে এদিন জানান পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ পূর্ব বর্ধমান জেলা কমিটির কার্যকরী সভাপতি চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

তিনি আরো জানান, শশাঙ্ক বিল একটা বিশাল জলাশয়। বাঁকা নদীর সঙ্গে এর সরাসরি যোগ রয়েছে। এই জলাভূমি নষ্ট হলে বন্যার আশঙ্কা আছে, পরিবেশের ক্ষতি হবে। নানান অবৈধ হস্তক্ষেপে এই জলার চরিত্র পরিবর্তন করা হয়েছে। তারা জানান, সভার পাশাপাশি খুব শীঘ্রই জনমত গঠন করার প্রক্রিয়া শুরু করা হবে। প্রয়োজনে আদালতের দরজায় কড়া নাড়ানো হবে। গ্রীণ ট্রাইবুনালেরও দ্বারস্থ হতে পারেন তাঁরা। প্রসঙ্গত, সম্প্রতি সংবাদমাধ্যমে এই বিল বুজিয়ে বহুতল তৈরির প্রয়াসের খবর প্রকাশের পর শহরজুড়ে আলোচনা শুরু হয়েছে। তবে এই প্রথম কোনো সংগঠন রাস্তায় দাঁড়িয়ে এই অনিয়মের বিরোধিতা করতে রাস্তায় নামলো।

See also  প্রিয় ছাগলের মৃত্যু শোক সইতে না পেরে বিষ খেয়ে আত্মঘাতী দ্বাদশ শ্রেণীর ছাত্র
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---