---Advertisement---

কাটোয়া – সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনার ৭২ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার ৭দুষ্কৃতী, উদ্ধার বিপুল সামগ্রী, নগদ সহ আগ্নেয়াস্ত্র

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,কাটোয়া: সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনার তদন্তে নেমে মাত্র ৭২ঘণ্টার মধ্যেই ডাকাতির ঘটনায় যুক্ত ৭জন দুষ্কৃতিকে গ্রেপ্তার করল পূর্ব বর্ধমানের কাটোয়া থানার পুলিশ। উদ্ধার হয়েছে চুরি যাওয়া বিপুল পরিমাণ সামগ্রী সহ ডাকাতির জন্য ব্যবহৃত প্রচুর আগ্নেয়াস্ত্র ও গুলি। পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্তরা উত্তর প্রদেশের বাদায়ূং গ্যাং এর সদস্য। তদন্তকারি দলের সদস্যদের কাছে সূত্র মারফত খবরের ভিত্তিতে কাটোয়ার মিল পাড়া এলাকার একটি ভাড়া বাড়ি থেকে দুষ্কৃতীদের গ্যাং এর দুই মহিলা সহ পাঁচ অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ।

বিজ্ঞাপন

এদিন জেলা পুলিশ সুপার আমনদীপ সিং সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, ‘ এটা জেলা পুলিশের বড়সড় সাফল্য। গত ৬ তারিখ অগ্রদ্বীপের রেল স্টেশন রোড সংলগ্ন এলাকার একটি সোনার গহনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছিল। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ সাত দুষ্কৃতী কে গ্রেপ্তার করেছে। দুষ্কৃতীদের গ্রেপ্তারের পাশাপাশি সোনার দোকান থেকে চুরি যাওয়া প্রায় ২৬ লক্ষ টাকার সোনার গহনা, নগদ এক লাখ ছেষট্টি হাজার টাকা ,রূপোর গহনা উদ্ধার করা হয়েছে। একই সাথে দুষ্কৃতীদের কাছ থেকে পাঁচটি ওয়ান সাটার পিস্তল, ৪০ রাউন্ড গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে।

অভিযুক্তরা হল দশরথ সিং, হাকিম সিং, ছেবিরাম সিং, রামবাবু সিং, ব্রিজ পাল সিং, বসন্তি দেবী খসুয়া ও মিনা দেবী। এদের সকলের বাড়ি উত্তর প্রদেশের বিভিন্ন জায়গায় হলেও এরা কাটোয়া শহরে ঘর ভাড়া করে থাকতো। এদের কেউ কম্বল বিক্রি করতো তো কেউ কুলফি বিক্রি করতো। আর এই সব ব্যবসার আড়ালেই রাজ্যের বিভিন্ন প্রান্তের সোনার দোকানে এই গ্যাং একাধিক চুরির ঘটনা ঘটাচ্ছিল। অতি সম্প্রতি কাটোয়ার অগ্রদ্বীপ, পূর্বস্থলীর কালেখাঁতলা, মুর্শিদাবাদের ভরতপুর সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে এই দলটি চুরি করেছে। কাটোয়া থানার পুলিশ দক্ষতার সাথে তদন্ত করে এই গ্যাংয়ের সদস্যদের গ্রেপ্তার করেছে। অভিযুক্তদের শনিবার কাটোয়া মহকুমা আদালতে পেশ করা হয়েছে।’

See also  ফের সাফল্য বর্ধমান মেডিকেলের, ৭ বছরের শিশুর শ্বাসনালীতে আটকে যাওয়া পেনের ঢাকনা বের করল বিরল অস্ত্রোপচারে
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---