---Advertisement---

বাজ পড়ে ট্রান্সফরমার ফেটে মন্তেশ্বরে জখম এক মহিলা সহ সাতজন, চাঞ্চল্য

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক, মন্তেশ্বর: ভোট দিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলেন বেশ কয়েকজন মানুষ। সেই সময় আকাশ কালো মেঘে ঢেকে যায়। আচমকা বজ্রপাত শুরু হয়। পাশেই ছিল একটি বিদ্যুতের ট্রান্সফরমার। ট্রান্সফরমার টির ওপর বজ্রপাত হয়। সঙ্গে সঙ্গে ট্রান্সফরমার টি বার্স্ট করে গরম তেল চারিদিকে ছিটকে বেরিয়ে আসে। পাশেই দাঁড়িয়ে থাকা ৬জনের গায়ের ওপর এসে পড়ে গরম তেল। গুরুতর জখম হয়েছেন প্রত্যেকেই। মারাত্মক এই ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের জাহারনগর গ্রামে।

বিজ্ঞাপন

ট্রান্সফরমার পাশেই একটি বাড়িতে ওশীনা মোল্লা নামে এক মহিলা দাওয়ায় বসে ছিলেন। বজ্রপাতে আহত হন ওই মহিলাও। মোট সাতজন জখম হয় এই ঘটনায়। আহতরা হলেন আজন শেখ, মিঠু মল্লিক, মাসুদ মল্লিক, ময়না মল্লিক, রমজান কাজী ও আরাফাত আলী শেখ। স্থানীয়রা তড়িঘড়ি সকল কে উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় চিকিৎসার জন্য। জখমদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসক। আহত মহিলা বর্তমানে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। গোটা ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। 

See also  জেহাদি আক্রমণে বিপন্ন ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবি তুলল প্রণব কন্যা সংঘ
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---