ক্রাইম

বাইক চুরির কিনারা করল শক্তিগড় থানা, চোর ধরার পাশাপাশি উদ্ধার বাইক

ফোকাস বেঙ্গল ডেস্ক,শক্তিগড়: সপ্তাহখানেক আগে শক্তিগড় থানার জোতরাম এলাকার একটি বেসরকারি হাসপাতালের সামনে থেকে চুরি গিয়েছিল একটি মোটর সাইকেল। শক্তিগড় থানায় সেই চুরির অভিযোগ দায়ের করেছিল মোটর সাইকেলের মালিক। পুলিশ সেই চুরির তদন্তে নেমে চোর কে শনাক্ত করে। উদ্ধার করে চুরি যাওয়া বাইক। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম কৃষ্ণ ময়রা। বাড়ি দেওয়ানদীঘি থানার কুড়মুন সিদ্ধিগুড়ি পাড় এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত কৃষ্ণ ময়রা এর আগেও বাইক চুরির অভিযোগে গ্রেপ্তার হয়েছিল। দেওয়ানদীঘি থানা এলাকায় একটি বাইক চুরির তদন্তে নেমে পুলিশ কৃষ্ণ ময়রা কে গ্রেপ্তার করে। দেওয়ানদীঘি পুলিশ ধৃতকে আদালতে পেশ করলে অভিযুক্ত কে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় বিচারক। সেইসময়  শক্তিগড় থানার পুলিশ বাইক চুরির তদন্তে নেমে জানতে পারে জোতরাম এলাকায় বাইক চুরির ঘটনায় এই কৃষ্ণ ময়রাই যুক্ত।

এরপর শক্তিগড় পুলিশ বাইক চুরিতে অভিযুক্ত কৃষ্ণ ময়রা কে আদালতের অনুমতি  নিয়ে জেলেই জিজ্ঞাসাবাদ করে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত তার দোষ স্বীকার করে নিয়েছে। এরপর ধৃতকে শোন অ্যারেস্ট দেখিয়ে আদালতের কাছে দু দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায় শক্তিগড় থানার পুলিশ। রবিবার বাইক চোর কৃষ্ণ ময়রা কে ফের বর্ধমান আদালতে পেশ করা হয়। উদ্ধার হয়েছে চুরি যাওয়া বাইক।

Recent Posts