অন্য স্বাদ

শিবলিঙ্গ উধাও, বিষাদ গ্রামজুড়ে, তদন্তে পুলিশ

ফোকাস বেঙ্গল ডেস্ক,মাধবডিহি: পূর্ব বর্ধমান জেলার মাধবডিহি থানার অন্তর্গত উচালন অঞ্চলের নরোত্তমবাটি গ্রামে একটি শিবলিঙ্গ উধাও হয়ে যাওয়াকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। গ্রামের ভিতর থেকে কিভাবে শিবলিঙ্গটি উধাও হল তা ভেবেই কুলকিনারা পাচ্ছেন না গ্রামের বাসিন্দারা। জানা গেছে, নরোত্তমবাটি গ্রামে ধর্মীয় স্থান হিসেবে দীর্ঘদিন ধরে একটি শিব ঠাকুর প্রতিষ্ঠিত ছিল। কথিত আছে সেখানকার দেবাদিদেব মহাদেব নাকি কোন মন্দিরে নয় বরং খোলা জায়গাতেই থাকতেন। গ্রামের মানুষের কাছে বাবা শান্তিনাথ নামে পূজিত হতেন এই শিব। রাতের অন্ধকারে কোন ভাবে সেই শিবলিঙ্গের অর্ধেক অংশ উধাও হয়ে গিয়েছে বলে জানাচ্ছেন গ্রামবাসীরা।

কিভাবে সেই শিবলিঙ্গটি উধাও হয়ে গেল সেই নিয়ে ধন্দে পড়ে গিয়েছেন তারা। এই ঘটনায় গ্রামের মানুষ বিষাদগ্রস্ত হয়ে পড়েছেন। যেহেতু ওই শিব ঠাকুর কে কেন্দ্র করে নানান কাল্পনিক কাহিনী রয়েছে, তাই এই ঘটনা মেনে নিতে পারছেন না তারা। শিবলিঙ্গ টিকে খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে মাধবডিহি থানার পুলিশ। গ্রামবাসী সুশান্ত ঘোষ বলেন,” নরোত্তমবাটি ও যাদবপুর গ্রামের মানুষ এই শিব তলায় পুজো দিতেন। নিত্য পুজোর ব্যবস্থা আছে এখানে। শিবলিঙ্গ চুরি হয়ে যাওয়ায় গ্রামের মানুষের মন ভাল নেই। পুলিশ কে অবিলম্বে দুষ্কৃতীদের ধরার জন্য গ্রামের মানুষ অভিযোগ জানিয়েছেন।”

Recent Posts