---Advertisement---

সাত সকালে শ্যুট আউটের ঘটনায় চাঞ্চল্য খন্ডঘোষে, গুলিবিদ্ধ এক

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,খন্ডঘোষ: সাত সকালে বাড়িতে এসে এক ব্যক্তিকে গুলি চালিয়ে পালিয়ে গেল দুই দুষ্কৃতী। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে খন্ডঘোষ থানার কৈয়ড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আড়িন গ্রামে। অভিজিৎ রায় নামে ওই যুবকের কাঁধে গুলি লেগেছে বলে জানা গেছে। তাকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এদিকে সাত সকালেই গ্রামে গুলির আওয়াজ পেয়ে হতভম্ভ গ্রামের মানুষ। ঘটনার তদন্তে নেমেছে খণ্ডঘোষ থানার পুলিশ।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, মাধবডিহি থানার আলমপুর এলাকার বাসিন্দা বিকু শেখ নামে এক ব্যক্তির কাছে দেড় লক্ষ টাকা গাড়ি কেনাবেচার ব্যাপারে ধার নিয়েছিল আড়িন গ্রামের অভিজিৎ। এদিন সকালে সেই টাকা ফেরত নিতে মোটর সাইকেলে বিকি শেখ ও আরেকজন অভিজিতের বাড়িতে আসে। সেখানেই প্রথমে দু পক্ষের মধ্যে বচসা থেকে গুলি চালিয়ে দেয় বিকু শেখ বলে অভিযোগ। পুলিশ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে।

See also  জনসংযোগ যাত্রায় অভিষেকের মুখোমুখি আরএসএস কর্মী! কারালাঘাট ব্রিজে দীর্ঘদিন বন্ধ আলো জ্বালানোর আর্জি, আলোড়ন
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---