বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজিত হলো বর্ধমান মহারাজধিরাজ উদয়চাঁদ মহিলা কলেজে। বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এই ফেস্টিভ্যাল পাঁচ বছরে পা দিলো। মহিলা কলেজের IQAC এবং গনজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগের সহযোগিতায় আয়োজিত এক দিবসয়ীয় এই ফেস্টিভ্যালে মোট ২১ টি চলচ্চিত্র প্রদর্শন করা হয়।এর মধ্যে ১২ টি ছবি প্রতিযোগিতায় অংশ নেয়। বাকি নয়টি ছবি শুধুমাত্র প্রদর্শন করা হয়। ফিকশন , নন ফিকশন ও তথ্যচিত্র দেখতে এদিন বহু দর্শক এসেছিলেন।

বিজ্ঞাপন

মহিলা কলেজের এপিজে আব্দুল কালাম অডিটরিয়ামে আয়োজিত এই ফিল্ম ফেস্টিভ্যালে ছবির পরিচালক , কলাকুশলী , প্রযোজক ছাড়াও উপস্থিত ছিলেন বহু দর্শক। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত দর্শকরা প্রতিটি ছবির শেষে করতালি দিয়ে অভিবাদন জানান। ফেস্টিভ্যালের শেষ পর্বে রবিবাসরীয় সন্ধ্যায় সিনেমার নির্মাতাদের সম্মাননা জানানো হয়। বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের সম্পাদক বাপ্পাদিত্য দাঁ বলেন , শর্ট ফিল্ম ফেস্টিভালে আমরা বরাবর ভালো সাড়া পেয়ে আসছি। তরুণ পরিচালকরা যেভাবে ছবি তৈরি করতে এগিয়ে আসছেন তা খুবই আনন্দের।

বর্ধমান মহারাজধিরাজ উদয়চাঁদ মহিলা কলেজের গণজ্ঞাপণ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ঋষিগোপাল মণ্ডল বলেন মাস কমিউনিকেশন সাবজেক্টে ফিল্ম প্রোডাকশন , ডকুমেন্টারি তৈরি সিলেবাসের অন্তর্ভুক্ত। কুশলী পরিচালকদের ফিল্ম তো আছেই , পাশাপাশি কলেজ ছাত্রীদের তৈরি কিছু সিনেমাও প্রশংসার দাবি রাখে। বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের এই উদ্যোগ নবীন ফিল্ম নির্মাতাদের উৎসাহিত করবে। এমন উদ্যোগ আরও হওয়া দরকার বলে জানান ঋষিগোপালবাবু। প্রতিযোগিতা পর্বের বিচারক ছিলেন FIPSESCI এর সাধারণ সম্পাদক প্রেমেন্দ্র মজুমদার , পরিচালক ইন্দ্রনীল রায় চৌধুরী এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফিল্ম স্টাডিজের অধ্যাপক মানস ঘোষ।

ফেস্টিভালে উপস্থিত ছিলেন মহিলা কলেজের টিচার ইনচার্জ মল্লিকা সেনগুপ্ত , প্রাক্তন অধ্যক্ষ সুকৃতি ঘোষাল , বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন আধিকারিক ষোড়শী মোহন দাঁ , নাট্যকার দেবেশ ঠাকুর প্রমুখ। সেরা ফিকশন সিনেমা মায়ভূমি এবং সেরা তথ্যচিত্র let there be light কে বিশেষ পুরস্কার দেওয়া হয়।

আরো পড়ুন