সম্প্রীতির রাখি বন্ধন উৎসবে মিলিত হলো রাজ্য ডিজিটাল মিডিয়া অ্যাসোসিয়েশনের শিলিগুড়ি শাখা

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,শিলিগুড়ি: সম্প্রীতির উৎসবে মিলিত হলেন ডিজিটাল মিডিয়া অ্যাসোসিয়েশন শিলিগুড়ি শাখার সাংবাদিক সদস্য প্রতিনিধিরা। এদিন শিলিগুড়ির মেয়র গৌতম দেবের হাতে রাখি পরিয়ে সম্প্রীতির উৎসবে সামিল হয় ডিজিটাল মিডিয়া অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। মেয়র গৌতম দেব সকলের সঙ্গে কুশল বিনিময় করেন। শিলিগুড়ি পুর নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকারের হাতেও রাখি পরিয়ে সম্প্রীতির বার্তা দেন অ্যাসোসিয়েশনের সদস্যরা। সারাবছর নানান উৎসবের দিনগুলোতে কাজে দায়বদ্ধ থাকেন পুলিশ কর্মীরা। এদিন সেই পুলিশ আধিকারিক থেকে কর্মীদের কথা ভোলেনি ডিজিটাল মিডিয়ার সংবাদ কর্মী যোদ্ধারা।

বিজ্ঞাপন

সম্মানের সাথে তাদের হাতেও রংবেরংয়ের পবিত্র রাখী পরিয়ে সম্প্রীতির মেলবন্ধনের বার্তা দিয়েছেন ডিজিটাল মিডিয়া অ্যাসোসিয়েশনের যোদ্ধারা। অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি অরিন্দম রায় চৌধুরী ও সম্পাদক সুব্রত রায়  শিলিগুড়ি শাখার এই উদ্যোগ কে কুর্নিশ জানিয়েছেন। আগামীদিনে রাজ্যের প্রতিটি জেলা ইউনিটের সদস্যরা যাতে এই ধরনের উদ্যোগ গ্রহণ করে সেই ব্যাপারে আবেদন জানিয়েছেন। সুব্রত রায় জানিয়েছেন, সদস্যরা কার্যত বুধবার এক নতুন দিগন্তের সূচনা ঘটালো শিলিগুড়িতে।

এদিন সাধারণ পুলিশ কর্মী থেকে পুলিশ আধিকারিক, পুরকর্মী, জনপ্রতিনিধি সকলের হাতে রাখি পরিয়ে অটুট বন্ধনে তাদের মঙ্গল কামনায় ব্রতী হলেন শিলিগুড়ির ডিজিটাল মিডিয়া অ্যাসোসিয়েশনের সদস্যরা। একইসাথে হাসিমুখে হাত বাড়িয়ে রাখি পরে ডিজিটাল মিডিয়া অ্যাসোসিয়েশনের এই উদ্যোগকে স্বাগত জানালেন সকলে। প্রতিনিয়ত, প্রতিদিন কেউ হাতে ক্যামেরা, কেউ মোবাইল নিয়ে যাদের সত্যসন্ধানে ব্যস্ত থাকতে হয়, তারাই বুধবার সম্প্রীতির এই যে নিদর্শন স্থাপন করলেন শিলিগুড়ির বুকে সেটা নজিরবিহীন। সর্বোপরি খোদ শিলিগুড়িবাসী এই উদ্যোগের সাধুবাদ জানিয়েছেন।

আরো পড়ুন