বর্ধমানে জুয়ার আসর থেকে গ্রেপ্তার ছয় জুয়াড়ি

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: অবৈধ ভাবে জুয়া খেলার সময় বর্ধমান থানার পুলিশ গ্রেপ্তার করেছে ৬ জন কে। ধৃতদের কাছ থেকে সাড়ে ৭হাজার টাকা ও জুয়ায় ব্যবহার করা তাস বাজেয়াপ্ত করেছে পুলিশ। সোমবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, রবিবার রাত প্রায় ১১টা নাগাদ শহরের রানীগঞ্জ বাজার, ফলপট্টি এলাকায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

ধৃতদের নাম প্রবীর মোহন ভৌমিক ওরফে বাপি (৩৫), বাড়ি রাধানগরপাড়া, ষষ্ঠীতলা, শেখ ইসরাফিল ওরফে পাপ্পু (৩৩), বাড়ি লস্করদীঘি, শেখ রেজাউল হক ওরফে বাবু (২৩),  বাড়ি ছোটনিলপুর, মধ্যপাড়া, বিশু দাস (৩৬), বাড়ি ছোটনিলপুর আমবাগান নাতুন কলোনি, মোহাম্মদ ফারহাদ (৪০), বাড়ি ছোটনিলপুর, মধ্যপাড়া ও শেখ নাসিম ওরফে চাঁদ (৪০), বাড়ি ফলপট্টি, লস্করদিঘি। 

পুলিশ জানিয়েছে, রবিবার রাতে খবর আসে ফলপট্টির একটি ক্লাবের ছাদে জুয়ার আসর চালাচ্ছে বেশ কয়েকজন। পুলিশ দ্রুত হানা দিয়ে ছয়জন কে পাকড়াও করে। ধৃতরা সরকারি নিয়ম মেনে বৈধভাবে জুয়া বা পুরস্কারের জন্য প্রতিযোগিতা পরিচালনা করার কোনো কাগজপত্র দেখাতে পারেনি। এরপরই পুলিশ অবৈধ কারণে জমায়েত, অনৈতিকভাবে আর্থিক লেনদেন ও অসৎ উদ্দেশ্যে টাকার ব্যবহার করে একজন আরেকজনকে উপার্জন করিয়ে দেওয়ার কারণে সকলকেই গ্রেপ্তার করে।

আরো পড়ুন