---Advertisement---

বাজ পাখির ৬টি বাচ্চা পাচার করার সময় বর্ধমান স্টেশনে পাকড়াও পাচারকারী, উদ্ধার পাখি

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বাজ পাখির বাচ্চা  পাচার করার সময় বর্ধমান আরপিএফে র হাতে ধরা পড়লো এক পাচারকারী সহ ৬ টি বাজ পাখি। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে বর্ধমান রেল স্টেশনের ১নম্বর প্লাটফর্মে।

বিজ্ঞাপন

রেল পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকালে এক নম্বর প্লাটফর্মে টহল দেওয়ার সময় আরপিএফের নজরে আসে এক ব্যক্তি একটি থলের মধ্যে সন্দেহজনক কিছু নিয়ে যাচ্ছে। এরপর ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ ও তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করতেই তারা দেখতে পান দুটি খাঁচার মধ্যে মোট ৬টি বাজ পাখির বাচ্চা রয়েছে। এরপর ওই ব্যক্তিকে আটক করে আরপিএফ পোস্টে নিয়ে আসা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি জানায়, বর্ধমানের হাটুদেওয়ান এলাকার এক ব্যক্তির কাছ থেকে পাখি গুলোকে নিয়ে জম্মু তাওয়াই এক্সপ্রেসে গোমো স্টেশনের উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল তার। যদিও তার আগেই আরপিএফের তৎপরতায় বাজ পাখিগুলোকে উদ্ধার করেছে রেল পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে পাচারকারীকে। পুলিশ জানিয়েছে, বন্যপ্রাণ আইন মোতাবেক বর্ধমান বন বিভাগ কে ঘটনার বিষয়ে খবর দেওয়া হয়। বন দপ্তর থেকে আধিকারিকরা স্টেশনে এসে পাখি ও ধৃত ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিয়েছে। বন দপ্তর সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তিকে আগামীকাল আদালতে পেশ করা হবে। পাশাপাশি পাখিগুলোর শারীরিক পরীক্ষা করানোর পর কিছুদিন পর্যবেক্ষণে রেখে যথারীতি প্রকৃতিতে ছেড়ে দেওয়া হবে।

See also  লটারির টিকিট জাল করে বিক্রির অভিযোগে মাধবডিহি তে গ্রেপ্তার তিন
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---