দিল্লির নির্ভয়া কান্ডের ছায়া এবার বর্ধমানে, গণধর্ষণের শিকার তরুণী, গ্রেপ্তার তিন দুষ্কৃতী

ফোকাস বেঙ্গল ডেস্ক,শক্তিগড়: দিল্লির নির্ভয়া কান্ডের ছায়া এবার বর্ধমানে। ছেলে বন্ধুর সাথে ঘুরতে গিয়ে গণ ধর্ষনের শিকার হল এক বিশেষভাবে সক্ষম তরুণী। অভিযোগ তরুণী কে বাঁচাতে গেলে দুষ্কৃতীরা ছেলে বন্ধু টিকেও বেধড়ক মারধর করে। ঘটনার পর নির্যাতিতা তরুণীর পরিবারের পক্ষ থেকে বর্ধমান মহিলা থানায় অভিযোগ জানানোর পর পুলিশ শক্তিগড় থেকে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। বিচারক আসামিদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর আদেশ জানিয়েছেন।

ঘটনার বিবরণে জানা গেছে, ৭ আগষ্ট, বুধবার বর্ধমান নব্দ্বীপ রোডের একটি জায়গায় ঘুরতে গিয়েছিল ওই নির্যাতিতা। সে আংশিক প্রতিবন্ধী। তার সঙ্গে একজন ছেলে বন্ধুও ছিল। সেইসময়  তিনজন দুষ্কৃতী তাদের এসে তাদের ঘিরে ধরে। ‘আপত্তিকর ‘ অবস্থায় ওই যুগলকে পাওয়া গেছে এই অজুহাতে তাদের কাছে টাকার দাবি করতে থাকে দুস্কৃতীরা। তাদের কাছে টাকা নেই জানানোর পর মেয়েটিকে নিগ্রহের চেষ্টা করা হয়। ছেলেটি বাধা দেবার চেষ্টা করলে তাকে মারধর করা হয় বলে অভিযোগ। অভিযোগ, এইসময় মেয়েটিকে তিনজন মিলে ধর্ষণ করে।

এই ঘটনার তিনদিন পরে ঘটনার অভিঘাত কাটিয়ে নির্যাতিতা বাবা মাকে সঙ্গে নিয়ে বর্ধমান মহিলা থানায় অভিযোগ দায়ের করে।অভিযুক্তদের বিরুদ্ধে ধর্ষণ এবং তোলাবাজির অভিযোগ দায়ের করা হয়। এই অভিযোগ পেয়ে পুলিশ তিন অভিযুক্তকে শক্তিগড় থেকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম তাপস পন্ডিত, সজল ঘটোয়াল এবং বিক্রম মালিক। ইতিমধ্যে নির্যাতিতা মেয়েটির জবানবন্দী এবং মেডিকেল টেস্ট করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পূর্ব বর্ধমান জেলা পুলিশসুপার আমনদীপ জানিয়েছেন, ‘ দুর্ভাগ্যজনক ঘটনাটি ৭ তারিখের হলেও ১০ তারিখ অভিযোগ হয়েছে। মহিলা থানায় অভিযোগ দায়ের হবার পর পুলিশ দ্রুত অ্যাকশন নেয়। ঘটনাস্থলের কাছাকাছি শক্তিগড়, দেওয়ানদিঘি ও বর্ধমান থানা কে তৎপর করা হয়। ১০তারিখ রাতেই অভিযুক্ত তিনজনকেই গ্রেফতার করা হয়।পুলিশ সুপার আমনদীপ আরো জানিয়েছেন, ওই তিনজনের বিরুদ্ধে মেয়েটিকে গণধর্ষণের অভিযোগ রয়েছে। ছেলেটিকেও তারা মারধর করে। তিনি জানান, অভিযুক্তদের টি আই প্যারেড করানো হবে। ঘটনার তদন্তের স্বার্থে একটি স্পেশাল টিম গঠন করা হয়েছে। আমরা ফার্স্ট ট্রাক ট্রায়াল শুরু করতে চাই। যাতে গুরুতর এই অভিযোগের দ্রুত নিষ্পত্তি হয়।’

Recent Posts