---Advertisement---

স্কুলে উপস্থিতি কম! পরীক্ষায় বসতে না দেওয়ায় শক্তিগড়ে আত্মঘাতী ছাত্র, শোক

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,শক্তিগড়: শক্তিগড়ের সফদার হাসমি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রের আত্মঘাতী হওয়ার ঘটনায় আলোড়ন পড়েছে। ছাত্রের নাম ওসমান গনি চৌধুরী। বয়স ১৫বছর। তার বাড়ি শক্তিগড়ের মাঠপাড়া এলাকায়। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্রটির বাবা মা কাজের সূত্রে হায়দ্রাবাদে থাকেন। পরিবারের অন্যান্য আত্মীয়দের কাছেই ওসমান গনি থাকতো। বেশ কিছু দিন ধরে সে অসুস্থ থাকার কারণে স্কুলে যেতে পারেনি। তার হাত ভেঙে গিয়েছিল। সোমবার সকালে সে স্কুলে গিয়েছিল ইউনিট টেস্ট পরীক্ষা দেওয়ার জন্য।

বিজ্ঞাপন

কিন্তু বিদ্যালয়ে পর্যাপ্ত উপস্থিতি না থাকার কারণে স্কুল কর্তৃপক্ষ ছাত্রটিকে পরীক্ষায় বসার অনুমতি দেয়নি বলে পরিবারের অভিযোগ। এরপর ছাত্রটি বাড়ি ফিরে আসে। দুপুরে বাড়ির লোকজন খাওয়ার জন্য ডাকাডাকি করতেই লক্ষ্য করেন ঘরের মধ্যে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে ছাত্রটি। তড়িঘড়ি তাকে নামিয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক ছাত্রটিকে মৃত ঘোষণা করেন। স্বাভাবিকভাবেই এই ঘটনায় মাঠপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সফদার হাসমি উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্র সোমবার আত্মঘাতী হয়েছে। দেহ ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিক্যালে পাঠানো হয়েছে। মৃতের কাছ থেকে একটি সুইসাইডাল নোট পাওয়া গেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি শেখ কামাল হাসান বলেন, ‘ খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে। ওসমান গনি আমাদের গ্রামেরই ছেলে ছিল। ওর হাত ভেঙে যাওয়ার কারণে বেশ কিছুদিন স্কুলে যেতে পারেনি বলে শুনেছি। তবে তারজন্য পরীক্ষায় বসতে না দেওয়া টা অন্যায় হয়েছে। তদন্ত হবে। যদি কেউ দোষী প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

See also  স্কুল চলাকালীন উড়ে আসছে ঢিল, আঘাতও পাচ্ছে পড়ুয়ারা। কোথায় হচ্ছে এই ঘটনা?
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---