চকলেট ভেবে বিষাক্ত বস্তু খেয়ে তৃতীয় শ্রেণীর ছাত্রের মৃত্যু, শোক

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,খন্ডঘোষ: চকলেট ভেবে কিটনাশক জাতীয় কিছু খেয়ে ফেলায় বিষক্রিয়ায় মৃত্যু হল তৃতীয় শ্রেণীর এক ছাত্রের। বৃহস্পতিবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের খন্ডঘোষ ব্লকের কুলে গ্রামে। মৃত ছাত্রের নাম বিনয় মন্ডল, কুলে গ্রামেই তার বাড়ি। সে কুলে প্রাথমিক বিদ্যালয়ে পড়াশুনা করছিল।

বিজ্ঞাপন

স্কুলের প্রধান শিক্ষক রঞ্জন দত্ত জানিয়েছেন, বুধবার তাঁর বিদ্যালয়ে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে। বিদ্যালয়েরই এক ছাত্র সুমন্ত রুইদাস বিদ্যালয় আসার পথে একটি প্যাকেট কুড়িয়ে পায়। সেই প্যাকেটে মাটি রংয়ের কয়েকটি চকলেটের মতো দেখতে বস্তু ছিল ( পড়ে জানতে পারেন ওই বস্তুগুলো আসলে বিষাক্ত কীটনাশক ছিল)। স্কুল শুরুর আগে সে অন্য কয়েকজন ছাত্র কে সেই বস্তুগুলো চকলেট ভেবে খেতে দিয়েছিল। বেশির ভাগ ছাত্র বাজে গন্ধ পেয়ে সেটি ফেলে দেয়। কিন্তু বিনয় মন্ডল নামে তৃতীয় শ্রেণীর ছাত্রটি সেটিকে চকোলেট ভেবেই কিছুটা খেয়ে ফেলে। সকাল ১১ টার পর ছাত্রটি শ্রেণিকক্ষে বমি করতে শুরু করে।

প্রধান শিক্ষক জানিয়েছেন, তারা প্রথমে ভেবেছিলেন গ্যাস বা অম্বলজনিত কারণে ছাত্রটি বমি করছে। কিন্তু ঘনঘন কয়েকবার বমি করায় জানতে চাওয়া হলে ওই চকলেটের বিষয়টি সামনে আসে। এরপর দেরী না করে ছাত্রটির  বাড়িতে খবর দেওয়া হয়। এবং ছাত্রটিকে নিকটবর্তী ডাক্তার খানা ও পরে মাধপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই ছাত্রটিকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠানো হয় বুধবার বিকেলেই। এরই পাশাপাশি বিদ্যালয়ের অন্য ছাত্রদের কাছ থেকে ওই বিষাক্ত বস্তুগুলো সংগ্রহ করে ফেলে দেওয়া হয়।

প্রধান শিক্ষক জানিয়েছেন, বুধবার সন্ধ্যা পর্যন্ত ছাত্রটির চিকিৎসা চলাকালীন অনেকটাই সুস্থ হয়ে উঠেছিলেন বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল। এরপর তিনি বাড়ি ফিরে আসেন। বৃহস্পতিবার সকালে তিনি জানতে পারেন গতকাল রাত প্রায় ১২টা নাগাদ ছাত্রটি মারা গেছে। খুবই মর্মান্তিক ঘটনা। এইভাবে একটা ছোট্ট শিশু অকালে চলে গেল ভেবে খুব কষ্ট হচ্ছে। এই ঘটনায় কুলে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

আরো পড়ুন